জাপানীজ শিপ ওনার্সের সাথে বাংলাদেশ শীপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের মতবিনিময় 

জাপানীজ শিপ ওনার্সের সাথে বাংলাদেশ শীপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের মতবিনিময় 
জাপানীজ শিপ ওনার্সের সাথে বাংলাদেশ শীপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের মতবিনিময় 

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম নগরীর অভিজাত হোটেল রেডিসন ব্লু বে ভিউতে জাপানীজ শিপ ওনার্স এসোসিয়েশনের (জেএসএ) ১৪ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ শীপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের (বিএসবিআরএ) সদস্যেদের সাথে গত শুক্রবার এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় প্রধান অতিথি ছিলেন জাপানীজ শিপ ওনার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কেইজি টমোডা। বিশেষ অতিথি ছিলেন জিএমএস’র কী নোট স্পিকার ড. অনিল এফ. শর্মা, এনওয়াইকে লাইনের জেনারেল ম্যানেজার ও জাপানীজ শিপ রিসাইক্লিং কমিটির সদস্য টাকুয়া কইজুমি, এনএস ইউনাইটেড কাইয়ুন কাইসা ও জাপানীজ রিসাইক্লিং কমিটির বিকল্প সদস্য হিরোকি তানাকা, ক্লাস এনকের ম্যানেজার টাকেশি নারোসি, এমএলআইটির পরিচালক ড. মাসানোরি যুসিদা, এনওয়াইকে লাইনের ম্যানেজার জিগামি নবয়ুকি, কেএর এর ডেপুটি জেনারেল ম্যানেজার কুদু ইয়াসুশি, জেএসএ ডেপুটি ম্যানেজার ইয়ামাগামি হিরোয়ুকি, এনকে ক্লাস টিএলডি তানিগুচি রাইয়ুয়া, ইন কর্পোরেশন জেএনএস অতসুকি সুমিয়ুকি, এমওএল এর তাকাহাসি নবয়ুকি ও আকিয়ামা নাইয়ুকি।

সভায় সভাপতিত্ব করেন বিএসবিআরএ এর প্রসিডেন্ট মো. আবু তাহের। বক্তব্য রাখেন বিএসবিআরএ কার্যনিবার্হী কমিটির সদস্য শওকত আলী চৌধুরী, বিএসবিআরএ এর ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিংকু। 

খালেদ / পোস্টকার্ড ;