এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২, আহত শতাধিক

এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২, আহত শতাধিক
এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২, আহত শতাধিক

ক্রীড়া ডেস্ক ।।

এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রবিবার (২১ মে) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মৃতদের সবার বয়স ১৮ বছরের বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলছিল। সেই সময়ে এ পদদলনের ঘটনা ঘটে। এরপরে ম্যাচ বাতিল করা হয়েছে। স্টেডিয়ামের দরজা বন্ধ করে দেওয়ার পরও বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামটিতে ঢোকার চেষ্টা করলে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের দেওয়া বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের প্রবেশপথে থাকা ব্যারিকেড সরানোর চেষ্টা চালাচ্ছে সমর্থকরা। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেছেন, স্টেডিয়ামে কী ঘটেছে তার বিস্তৃত তদন্তে পুলিশ নামছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেছেন, দায়ী যারাই হোক, তাদের ছাড়া হবে না। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি জানান, কাছাকাছি হাসপাতালগুলো থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, আহতদের বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের সংখ্যা ৯০ জনের বেশি বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;