জিপিএইচ ইস্পাত বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের পথপ্রদর্শক হবে - নাসির উদ্দিন

জিপিএইচ ইস্পাত  বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের পথপ্রদর্শক হবে - নাসির উদ্দিন
‘জিপিএইচ ইস্পাত' বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের পথপ্রদর্শক হবে - নাসির উদ্দিন

পোস্টকার্ড ডেস্ক ।।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, 'জিপিএইচ' ইস্পাত সেক্টরের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের পথপ্রদর্শক হবে।

গত রোববার তিনি সীতাকুণ্ডের কুমিরা এলাকায় জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্ট পরিদর্শনকালে একথা বলেন। এসময় তিনি পুরো কারখানা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে মো. নাসির উদ্দিন আহমেদ জিপিএইচ ইস্পাতের প্ল্যান্ট ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই কারখানা বিশ্বব্যাপী ইস্পাত সেক্টরের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের পথপ্রদর্শক হবে।’

এর আগে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তাঁর কাছে প্রতিষ্ঠানটিতে সংযোজিত নতুন প্ল্যান্ট সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, ‘আমরা শ্রমবান্ধব। পরিবেশ-স্বাস্থ্য-নিরাপত্তার ওপর জোর দিচ্ছি।’

পরিদর্শনকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক (সেফটি শাখা) প্রকৌশলী ফরিদ আহমেদ, চট্টগ্রামের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, জিপিএইচ ইস্পাতের হেড অব প্ল্যান্ট অপারেশন শ্রীনিবাসা মাদুলুরি রাও, চিফ পিপল অফিসার শারমিন সুলতানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;