চট্টগ্রাম -৪ : এস. এম. আল মামুন বিপুল ভোটে নির্বাচিত

চট্টগ্রাম -৪ : এস. এম. আল মামুন বিপুল ভোটে নির্বাচিত
চট্টগ্রাম -৪ : এস. এম. আল মামুন বিপুল ভোটে নির্বাচিত

পোস্টকার্ড ডেস্ক।। 

১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ এস. এম আল মামুন। 

এই আসনটি সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন, সীতাকুণ্ড পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসন।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির পেয়েছেন (নাঙ্গল) ৪ হাজার ৮৮০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমরান (ঈগল) পেয়েছেন ৪ হাজার ৫০০ ভোট, তৃণমূল বিএনপি প্রার্থী খোকন চৌধুরী (সোনালী আঁশ) ৬৭১, বিএনএফ প্রার্থী মোহাম্মদ আখতার হোসেন (টেলিভিশন) ২৩৪, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হোসেন পেয়েছেন ১ হাজার ৭২৩ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. শহীদুল ইসলাম (ডাব) ৩৪৫ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম রফিকুল ইসলাম।

তিনি জানান, সীতাকুণ্ড সংসদীয় আসনের ১২৪টি ভোটকেন্দ্রে প্রাপ্ত ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, এসএম আল মামুনের পিতা মরহুম আবুল কাসেম মাস্টার ওই আসনে দুইবার জাতীয় সংসদ সদস্য ছিলেন।

তাছাড়া আলহাজ এস.এম আল মামুন পরপর দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবার সংসদ নির্বাচন করার লক্ষ্যে তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশ নেন।

খালেদ / পোস্টকার্ড ;