মামুনের নৌকা প্রতীকের সমর্থনে বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত

মামুনের নৌকা প্রতীকের সমর্থনে বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা  অনুষ্টিত
মামুনের নৌকা প্রতীকের সমর্থনে বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত

রাজনৈতিক ডেস্ক ।।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম - ৪ আসনের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন নৌকা প্রতীকের সমর্থনে বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয় ।  

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি এবং সভা পরিচালনা করেন বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরংগজেব সাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ রেজাউল করিম বাহার।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব জয়নাল আবেদীন সুজা, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, সদস্য এডভোকেট ভবতোষ নাথ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, আওয়ামী লীগ নেতা রবিউল স্যার,এস এম নাছির উদ্দিন, আমিরের জামান, ওসমান চৌধুরী,আবদুল মজিদ, বাবু তপন বড়ুয়া,খোরশেদ মাষ্টার, ২ নং ওয়ার্ডের রবিন মেম্বার,মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন আক্তার,যুবলীগের সভাপতি আকবর হোসেন, সাধারন সম্পাদক এম এ হানিফ, ইয়াসিন আরাফাত মুন্না,জিয়া উদ্দীন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন শাহাবুদ্দিন, সাধারন সম্পাদক শহীদউল্ল্যাহ  টিটু,শাহ এমরান,জাবের আল মাহমুদ, গোলাম কিবরিয়া, মেজবা উদ্দিন, দিদারুল আলম,আবুল খায়ের শিমুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এস এম আল মামুনকে জয়যুক্ত করার জন্য সব ধরণের উদ্যোগ নিতে হবে আমাদের। তাছাড়া নির্বাচন  উৎসবমুখর করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সবাই যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেয় তার জন্য ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। প্রত্যেক ভোটারের কাছে ভোটার কার্ড পাঠাতে হবে। ভোটাররা যেনো ভোট কেন্দ্রে এসে উৎসবের আমেজে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আমজনতাকে এই ভোটের কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে বলে জানান বক্তারা ।

খালেদ / পোস্টকার্ড ;