সৌদি বিনিয়োগবিষয়ক মন্ত্রীর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিদর্শন

সৌদি বিনিয়োগবিষয়ক মন্ত্রীর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিদর্শন
সৌদি বিনিয়োগবিষয়ক মন্ত্রীর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিদর্শন

চট্টগ্রাম অফিস ।।

সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিদর্শন করেছেন ।বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন তিনি। 

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ‘শুধু সৌদি আরব নয়, আরও অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আমার বিশ্বাস শিগগির দেশে আরও বড় বড় বিনিয়োগ আসবে। সামনে নির্বাচন, আমরা আবার ক্ষমতায় আসতে পারলে বিনিয়োগের যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তার সুফল পাব।’

এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনির্মিত ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের (আরএসজিটিআই) সঙ্গে চুক্তি হয়েছে।

এ সময় সফররত সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানসহ সৌদি বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনির্মিত ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ সরকারি-বেসরকারি অংশীদারত্বে (জি টু জি) ভিত্তিতে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) আগামী ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি পরিচালনা করবে।

বন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনালের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি আমদানি-রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাসের মাধ্যমে দেশীয় অর্থনীতি সমৃদ্ধ হবে। গত ২৯ অক্টোবর সৌদি প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। এই প্রস্তাব যাচাই-বাছাইয়ের জন্য মূল্যায়ন কমিটি গঠন করা হয়। আজ তাদের সঙ্গে চুক্তি সম্পাদন হয়েছে। নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে আগামী মার্চ মাস থেকে চালু হবে চট্টগ্রাম বন্দরে নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। তবে এ ক্ষেত্রে বন্দর থেকে কিছু যন্ত্রপাতি সংগ্রহ করে কাজ চালাতে পারে কোম্পানিটি।’

বিভিন্ন সূত্রে জানা যায়, ১ হাজার ১৫০ কোটি টাকায় নির্মিত এই টার্মিনালে একই সঙ্গে ২০০ মিটার দীর্ঘ ১০ মিটার ড্রাফটের তিনটি কনটেইনার ও একটি তেলবাহী জাহাজ ভিড়তে পারবে এবং সাড়ে ৪ লাখ কনটেইনার হ্যান্ডলিংয়ের সুবিধা রাখা হয়েছে এ জেটিতে। 

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটি পদ্ধতিতে অপারেশনের কাজ করবে আরএসজিটি। এ প্রকল্পে ৫৮৩ মিটারের কনটেইনার টার্মিনালে তিনটি জেটি, ২০৪ মিটারের ডলফিন জেটি, ৮০ হাজার বর্গমিটার আরসিসি ইয়ার্ড, ৪২০ মিটার ফ্লাইওভার, ১ দশমিক ২০ কিলোমিটার চার লেন রাস্তা রয়েছে। পিসিটি পুরোপুরি চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা বাড়বে বছরে ৪ লাখ ৫০ হাজার টিইইউএস।

খালেদ / পোস্টকার্ড;