শাওয়ালের চাঁদ দেখা গেছে আকাশে, কাল ঈদ

শাওয়ালের চাঁদ দেখা গেছে আকাশে, কাল ঈদ
শাওয়ালের চাঁদ দেখা গেছে আকাশে, কাল ঈদ

পোস্টকার্ড ডেস্ক।। 

কাল ঈদ। কারণ রোববার বাংলাদেশে তিরিশটি রোজা পূর্ণ হয়েছে। সে অনুযায়ী রমজানের পরের আরবি মাস শাওয়ালের পয়লা দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

রোববার সন্ধ্যার আকাশে দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে খুলনা ও ফেনীতে চাঁদ দেখা গেছে।

এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখা যাওয়ার খবর এসেছে।

এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য এবার রোজা তিরিশটি পূর্ণ হয়েছে। এবং আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটির এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম।

এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতীয় চাঁদ দেখা কমিটি  ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এ সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশ থেকে প্রাপ্ত সংবাদ পর্যালোচনা করে কমিটি ঈদ উদযাপনের তারিখ ঘোষণা করেন।