মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী উইঘুরদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে চীন সরকার

মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী উইঘুরদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে চীন সরকার

চীন সরকার মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী উইঘুরদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে আসছে । বেইজিং এই অভিযোগ অস্বীকার করে আসলেও সরকারি তথ্যে দেখা গেছে উইঘুরদের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র।

নিউইয়র্ক টাইমস জানায়, চীনে উইঘুরসহ অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর নির্যাতনের ৪০৩ পৃষ্ঠার সরকারি তথ্য ফাঁস করে দেশটি একটি রাজনৈতিক গোষ্ঠী।  

ফাঁস হওয়া এসব তথ্য নিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।

তথ্যগুলো বিশ্লেষণ করে জাতিসংঘের একাধিক গবেষক কর্মকর্তা জানান, উইঘুরসহ অন্যান্য জাতিগোষ্ঠীর ১০ লাখ মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে আটক করে রেখেছে চিনপিং সরকার।

২০১৪ সালে একটি ট্রেন স্টেশনে উইঘুর স্বাধীনতাকামীদের হামলায় ৩১ জন নিহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর উইঘুরদের দমনে একাধিক জায়গায় অভ্যন্তরীণ বক্তব্য দিতে দেখা গিয়েছে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংকে। সেখানে স্বৈরশাসকের মতো উইঘুরদের দমনে তিনি নির্দেশ দেন চীনা কর্মকর্তাদের।

‘সন্ত্রাসবাদ, অনুপ্রবেশ ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, এতে কারও প্রতি কোনো ধরনের দয়া দেখানো যাবে না।

তবে ৪০৩ পৃষ্ঠার ফাঁস হওয়া এসব তথ্য নিয়ে কোনো ধরনের মন্তব্য রাজি হয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।