লকডাউনকালীন নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে কল দিলেই সহযোগিতা মিলবে

লকডাউনকালীন নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে কল দিলেই সহযোগিতা মিলবে

পোস্টকার্ড ডেস্ক।। 

চট্টগ্রামে  রেড জোনে লকডাউন চলাকালে থাকছে চসিকের একাধিক নিয়ন্ত্রণ কক্ষ । এই কক্ষের নাম্বারে যোগাযোগ করলে মিলবে প্রয়োজনীয় সহযোগিতা। এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টিমের সদস্য দ্বারা প্রতিটি ঘরে জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে। রেড জোন এলাকায় প্রবেশ ও বের হওয়া সম্পূর্ণ বন্ধ থাকার কথা বলেছেন চসিক মেয়র।

আজ সোমবার (১৫ জুন) নগরের ১০ নম্বর উত্তর কাট্টলীতে রেড জোন ঘোষণার আগে পরিদর্শনে গিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে লকডাউন কার্যকর করা হচ্ছে উত্তর কাট্টলী ওয়ার্ডে, যা আগামী ২১ দিন বহাল থাকবে। এসম নিজেদের সুরক্ষায় ঘরে অবস্থান করে করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করতে হবে।

সরকারি স্বাস্থ্যবিধি ও চসিকের নির্দেশনা মেনে চলতে। প্রয়োজনের বাইরে কেনাকাটা করা থেকেও বিরত থাকতে বলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় এলাকার নিম্নবিত্তদের মধ্যে খাদ্য সহায়তার পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা ও মুমূর্ষ রোগী পরিবহনে এম্বুলেন্স সুবিধা দেয়ার কথাও জানান তিনি।

এ ছাড়াও নগরের আরও ৯টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে সেগুলো লকডাউন করা হবে।