সীতাকুন্ডে গাছ লাগালেন কৃষক লীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী

সীতাকুন্ডে গাছ লাগালেন কৃষক লীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী
সীতাকুন্ডে গাছ লাগালেন কৃষক লীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী

নিউজ ডেস্ক ।।

গাছ লাগালেন বাংলাদেশ কৃষক লীগ, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী ।

বুধবার (১৭ জুন ) দুপুরে সীতাকুন্ড পৌরসদরে মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের পার্শ্বে খোলামেলা জায়গায় ফলন্ত ও ঔষুধীসহ বিভিন্ন প্রজাতীর গাছ লাগান তিনি। এ সময় উপস্হিত ছিলেন, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইন্জিঃ মোঃ আজিজুল হক, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও ৯০ এর স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনে অকূতোভয় সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের সদস্য সার্জেন্ট(অবঃ) জহুরুল ইসলাম, নূর আহমদ, আজাদ, আশরাফ ও নাঈম প্রমুখ। কৃষক নেতা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী কিছু গাছের চারা দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন।

এ সময় তিনি বলেন, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দগনের মাধ্যমে সীতাকুন্ড উপজেলায় কমপক্ষ্যে ১০-১৫ হাজার গাছ লাগাবার চিন্তা ভাবনা আমাদের আছে। বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও বিপ্লবী সাধারণ সম্পাদক এডঃ উল্মে কুলসুম স্মৃতি এমপির সহিত আলোচনা সাপেক্ষে সীতাকুন্ড উপজেলায় ১০-১৫ হাজার গাছ লাগানোর ইচ্ছা ব্যক্ত করছি।

আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী বলেন, কৃষকদের নিয়ে কৃষক লীগ নেতৃবৃন্দের নানামুখী পরিকল্পনা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কৃষকদের প্রশ্নে বেশ আন্তরিক। ইনশাহায়াল্লাহ অচিরেই কৃষক কূল সুন্দর বাস্তবমুখী নানান পরিকল্পনা হাতে পাবে এবং তা যথাসম্ভব খুব সহসায় বাস্তবায়নও ঘটবে।