রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেফতার ২

রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেফতার ২
রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক।।

পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম। আসামিরা গুলিস্তান, মালিবাগ, সাইন্স্যাল্যাবসহ ঢাকা শহরের পাঁচটি স্থানে পুলিশের উপর বোমা হামলার মূল পরিকল্পনাকারি বলে জানায় পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামাল উদ্দিন রফিক ও আনোয়ার হোসেন।এই সময় তাদের হেফাজত হতে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশের ওপর নিক্ষিপ্ত বোমাগুলো রফিক তার বাড়িতে তৈরি করেছিলেন। জামাল উদ্দিন রফিক এই গ্রুপের নেতা। তিনি খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা। আর আনোয়ারের পেশা ছিল গাড়িচালক। তিনি পোড়া মবিলের ব্যবসা করতেন। পুলিশের ওপর হামলার পাঁচটি ঘটনায় নেতৃত্ব দেন জামাল উদ্দিন রফিক। যার মধ্যে চারটি ঘটনায় তিনি সরাসরি উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত রফিক এর নেতৃত্বে গত ২৯/০৪/২০১৯ তারিখ গুলিস্তান, ২৬/০৫/২০১৯ তারিখ মালিবাগ, ২৩/০৭/২০১৯ তারিখ পল্টন মোড় ও খামারবাড়ি এবং সর্বশেষ ৩১/০৮/২০১৯ তারিখ সাইন্সল্যাব মোড়ে পুলিশের উপর বোমা হামলা করে। পুলিশের উপর নিক্ষিপ্ত বোমাগুলো রফিক তার বাড়িতে তৈরি করেছিলো।