সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে জীবানুনাশক ছিটানো কার্যক্রম শুরু

সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে জীবানুনাশক ছিটানো কার্যক্রম শুরু
সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে জীবানুনাশক ছিটানো কার্যক্রম শুরু

মোহাম্মদ আলাউদ্দীন , সীতাকুণ্ড , চট্টগ্রাম।।

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন বেঁছে নেয়ার কোন বিকল্প নেই। কিন্তু শুধু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হবে না,পাশাপাশি রাস্তাঘাট, বাড়ি ঘর,মার্কেট ও সড়ক ও মহাসড়ককেও জীবাণু মুক্ত রাখতে  হবে।

পুরো দেশেই বর্তমানে পুলিশের কর্মকান্ডে সব শ্রেনীর মানুষ খুশী। জেলার এসপি এসএম রাশিদুল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজার কর্মদক্ষতায় পুরো চট্টগ্রাম জেলাতেই দারুণ কাজ করছে চট্টগ্রাম জেলা পুলিশ।

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ মো. ফিরোজ মোল্লা জীবানুনাশক স্প্রে ছিটানোর ব্যবস্থা করেছেন। জলকামান দিয়ে এই জীবানুনাশক স্প্রে করা হয়। ”বাঁচতে হলে করোনামুক্ত থাকতে হবে পরিচ্ছন্ন” এই শ্লোগানকে সামনে রেখে সকাল হতে দুপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে জলকামান ব্যবহার করে জীবানুনাশক স্প্রে ছিটান।

এসময় সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ মোল্লা বলেন আমরা যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছে কিন্তু সাধারণ জনগনের সচেতনতা বাড়াতে হবে। সরকারি পদক্ষেপ সামাজিক দূরত্ব,হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।রাস্তাঘাট,বাজারে দূরত্ব মেনে চলার কোন বিকল্প নেই।

ওসি ইন্টেলিজেন্ট সুমন বনিক বলেন,কেউ খাবার সামগ্রী অভাব কিংবা চিকিৎসা নিতে সমস্যা হলে আমাদের জানাবেন। কোন রোগীর জন্য পরিবহনে সমস্যা হলে থানার ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই চেষ্টা করবো গন্তব্যে পৌঁছাতে সহায়তা করার।