বিশেষ ফ্লাইটে মার্কিন নাগরিকদের দেশে নেয়ার উদ্যোগ

বিশেষ ফ্লাইটে মার্কিন নাগরিকদের দেশে নেয়ার উদ্যোগ

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে বিমান যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আটকে পড়া নিজেদের নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ শনিবার (২৮ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, বিশেষ চার্টার্ড ফ্লাইটটি আগামী সোমবার (৩০ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।

ওই বার্তায় বলা হয়, ঢাকা থেকে কাতারের দোহা হয়ে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসির ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবে ওই ফ্লাইট। দোহাতে বিমানের মধ্যেই থাকবেন যাত্রীরা। 

বিশেষ ফ্লাইট চূড়ান্ত করা নিয়ে শনিবার বিকালে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সঙ্গে ভার্চুয়াল টাউন হলে মিলিত হয়েছিলেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

এদিকে ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের ঘোষণা আসার পর নাগরিকদের বুকিং পিছিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

শনিবার বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘নিশ্চিত হয়ে নিন যে যদি স্থগিত হওয়া ফ্লাইটে ইতোমধ্যে আপনার বুকিং থাকে তবে যেন আপনাকে ৭ এপ্রিল থেকে আবার চালু হওয়া সেই ফ্লাইটগুলোতে পুনরায় বুকিং দেয়া হয়।’

তিনি বলেন, ‘২৭ মার্চ বাংলাদেশ সরকার এবং বিমান এয়ারলাইনস যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দেয়। তবে তারা এও ঘোষণা দিয়েছে যে এই ফ্লাইটগুলো ৭ এপ্রিল থেকে পুনরায় চালু করার পরিকল্পনা তাদের রয়েছে।’