বাংলাদেশী অবৈধ শ্রমিক মালয়েশিয়া থেকে ফেরাতে বিমানের ১৬ বিশেষ ফ্লাইট

বাংলাদেশী অবৈধ শ্রমিক মালয়েশিয়া থেকে ফেরাতে বিমানের ১৬ বিশেষ ফ্লাইট
বাংলাদেশী অবৈধ শ্রমিক মালয়েশিয়া থেকে ফেরাতে বিমানের ১৬ বিশেষ ফ্লাইট

প্রবাস ডেস্ক ।।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতিরিক্ত ১৬টি বিশেষ ফ্লাইট চালাবে মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে ।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় সেখানে বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে এ মাসে ঢাকা-মালয়েশিয়া রুটে এসব বিশেষ ফ্লাইট চলবে।

বোয়িং ৭৩৭ ও ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে বিশেষ ফ্লাইটগুলো পাচিালিত হবে।

মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় টিকেট সংকটের কারণে আটকে পড়ায় তাদের সহায়তা করতে ও সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, “দেশের মানুষের প্রতি বিমানের সবসময়ই একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই দেশের মানুষ ও প্রবাসী শ্রমজীবী ভাই-বোনদের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া সরকার সে দেশে বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফেরার সুযোগ দিলেও টিকেট সঙ্কটের কারণে অনেক শ্রমিক আটকে আছেন। সময়মত ফ্লাইট না পাওয়ায় তারা দেশে ফিরতে বিপাকে পড়েছেন।

মালয়েশিয়ান সরকার ঘোষিত এ সুযোগ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে।