ভারতীয় দম্পতি বাংলাদেশি নারী নিপীড়নের দায়ে অভিযুক্ত

ভারতীয় দম্পতি বাংলাদেশি নারী নিপীড়নের দায়ে অভিযুক্ত

নতুন মানবপাচার আইনের আওতায় তিন বাংলাদেশি নারী পাচার ও নিপীড়নের দায়ে সিঙ্গাপুরে এক ভারতীয় দম্পতিকে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে ৷ এটিই নতুন মানবপাচার আইনের আওতায় প্রথম মামলা ৷ ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরে মানবপাচার আইন কার্যকর হয়েছে৷ এরপর প্রথম যে ঘটনাটি সামনে এসেছে, তাতে উঠে এসেছে তিন বাংলাদেশি নারীর কথা৷

মাসিক ৬০ হাজার টাকা বেতনের কথা বলে বাংলাদেশ থেকে তিন নারীকে সিঙ্গাপুরে নিয়ে এসেছিল এই ভারতীয় দম্পতি৷ এরপর তাদের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে তাদের আটক করে রাখা হয়৷ ভারতীয় দম্পতির একটি নাইটক্লাব রয়েছে সিঙ্গাপুরে, যেখানে প্রতিদিন বিনা পারিশ্রমিকে নাচতে বাধ্য করা হতো সেই নারীদের৷ তাদের মধ্যে একজনকে জোর করে দেহ ব্যবসাতেও নামানো হয় বলে অভিযোগ উঠেছে৷ তিন নারীর অভিযোগের ভিত্তিতে প্রথমে বিচার প্রক্রিয়া শুরু হয়৷ আগামী ১৯ ডিসেম্বর ঐ ভারতীয় দম্পতির সাজার মেয়াদ ঘোষণা করা হবে৷ এতে সর্বোচ্চ ১০ বছরের জেল ও বেত্রাঘাতের সাজা দেয়া হতে পারে৷

একই আইনের আওতায় আরো দুটি মামলা বর্তমানে বিচারাধীন৷ সিঙ্গাপুরে মোট ৫৬ লাখ জনসংখ্যার মধ্যে ১০ লাখ বাংলাদেশি, এছাড়া চীনা ও বার্মিজ অভিবাসী শ্রমিকও রয়েছে৷