দুপুরে নগর ছাত্রদলের আনন্দ মিছিলে দুই গ্রুপে সংঘর্ষ, বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

দুপুরে নগর ছাত্রদলের আনন্দ মিছিলে দুই গ্রুপে সংঘর্ষ, বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দুপুরে নগর ছাত্রদলের আনন্দ মিছিলে দুই গ্রুপে সংঘর্ষ, বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিশেষ প্রতিবেদক ।।

দুপুরে নগর ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৩ ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ ডিসেম্বর) দুপুর একটার দিকে কাজির দেউড়ির নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক তিনজন হলেন- মোজাম্মেল হক মনজু, মনিরুজ্জামান সায়েম ও শিপন।

পুলিশের লাঠিচার্জে নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। দলের কর্মীরা জানান, নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার সময় হঠাৎ পুলিশ লাঠিচার্জ করে ওই ৩ জনকে আটক করেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী কাজির দেউড়ি থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি তাদের পার্টি অফিসে আসার আগে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ছাত্রদলের ৩৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল আলমকে ও সদস্য সচিব করা হয়েছে শরীফুল ইসলাম তুহিনকে।

সাইফুল আলম বলেন, আনন্দ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ৩ জনকে আটক করেছে। এখানে কোনো সংঘর্ষ হয়নি।

 

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নগরীর কাজীর দেউড়ি এলাকার নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পরপর ৪টি বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, “নগর বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছে। তবে ককটেল বিস্ফোরণ নয়, আমরা ফটকা ফাটানোর আলামত পেয়েছি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।”

এর আগে দুপুরে নগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল থেকে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। পরে বিকেলে পদবঞ্চিতরা এসে দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।

ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক মো. সাইফুল আলম বলেন, “পদবঞ্চিত কেউ আন্দোলন করার খবর আমাদের কাছে নেই। আমাদের নতুন কমিটিকে সবাই স্বাগত জানিয়েছে।”