চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন শাহাদাত-বক্কর-নিয়াজ-এরশাদ উল্লাহ

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন শাহাদাত-বক্কর-নিয়াজ-এরশাদ উল্লাহ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শাহাদাত-বক্কর-নিয়াজ

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান , সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সাবেক যুগ্ম সম্পাদক মো. এরশাদ উল্লাহ।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে দলের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির চার নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ কথা জানিয়েছে বিএনপির দপ্তর সংশ্লিষ্ট নেতারা।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চসিকের মেয়র পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করতে কমিটি গঠন 

বিএনপির দপ্তর সংশ্লিষ্ট নেতারা বলেন, চসিকের ওয়ার্ড সংখ্যা ৪৩টি। এসব ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে চট্টগ্রামের ৬ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ান, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, এস এম সাইফুল ও মঞ্জুরুল আলম মঞ্জু। তারা কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে হস্তান্তর করবেন।

কবে নাগাদ কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাবেন জানতে চাইলে মাহবুবে রহমান শামীম বলেন, সময় উল্লেখ করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময়সীমা নির্বাচন কমিশন (ইসি) দিয়েছে তার আগেই আমরা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের তালিকা কেন্দ্রে জমা দেবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯শে মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭শে ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ই মার্চ। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ৯ই মার্চ।

তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। তবে মেয়র পদে এখনো ঘোষণা করেনি বিএনপি প্রার্থীর নাম। তাই প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলটির একাধিক নেতা। নেতা-কর্মীদের ধারণা ত্যাগী, পরিচ্ছন্ন কাউকে এবার মনোনয়ন দেবে দলটি।