কেন ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন বিএনপির হারুন ?

পোস্টকার্ড প্রতিবেদক ।।

কেন ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন  বিএনপির হারুন  ?
ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন বিএনপির হারুন ?

বর্তমান সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা ও জামিন নিয়ে আসলেই কোন রাজনীতি নেই। তার অবস্থা খুবই খারাপ, আমি তার সঙ্গে গতকাল দেখা করে যা বলেছি সেটা শতভাগ সঠিক। তার এই অবস্থায় জামিন দরকার, সেই সঙ্গে দরকার উন্নত চিকিৎসা।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেররের সঙ্গে তার দফতরে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সচিবালয়ে এসেছিলাম আমার নির্বাচনী এলাকার কিছু উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে কথা বলার জন্য। এসময় আমি সংবাদ পেলাম ওবায়দুল কাদের সাহেব অফিসে অবস্থান করছেন, এজন্য আমি ওনার সঙ্গে দেখা করেছি।

হারুন বলেন, গতকাল আমরা তিন এমপি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বঙ্গবন্ধু হসপিটালে। সে বিষয়টি এর আগেও আমি তাকে অবহিত করেছি, আজও করলাম। তার জামিনের ব্যাপারটি নিয়ে আমি তাকে অনুরোধ করেছি। আবেদন করেছি যেন তাকে (খালেদা) জামিনের ব্যবস্থা করে দেয়া হয়। উনি (কাদের) যেটা আমাকে বলেছেন, বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং আজও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সন্ধায় দেখা করে কথা বলবেন।

তিনি বলেন, আমি ইতোপূর্বে সংসদে যোগ দেয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গেও খালেদা জিয়ার জামিনের বিষয়ে আলোচনা করেছি। পার্টির সেক্রেটারি হিসেবে ওবায়দুল কাদেরকেও আমি এটা বলেছি, খালেদা জিয়ার বয়স এবং শারীরিক অবস্থার কারণে তার জামিন প্রয়োজন।

জামিন একান্তই আদালতের বিষয় এমন দৃষ্টি আকর্ষণ করলে এমপি বলেন, দেখুন বাংলাদেশের আদালত সম্পর্কে আপনারা জানেন। পাকিস্তান আমল থেকে শুরু করে এরশাদের আমল পর্যন্ত অনেকের ক্ষেত্রেই সাজা দেয়া হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে তাকে আদালত থেকে মুক্ত করে দেয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক মামলাগুলোর ওপর সরকারের বরাবরই একটা নিয়ন্ত্রণ থাকে।

তিনি বলেন, বাংলাদেশে বড় ধরনের অপরাধীরা আজ জামিনে মুক্ত হচ্ছে, সেখানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি আজকে বেশি অসুস্থ সে বিষয়টি নিয়ে এখানেতো প্যারোলের বিষয়টি যুক্তিসঙ্গত নয়।

হারুন সাংবাদিকদের বলেন, আমি গতকাল তার শারীরিক যা অবস্থা দেখেছি তার এ অবস্থায় সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে উন্নত চিকিৎসা। আমি দেড় বছর কারাবন্দি ছিলাম, সে সময় দেখেছি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিল সাহেব, শেখ সেলিম এবং নাসিম সাহেবসহ অনেকেই কারাগারে থাকাকালীন সরকারি হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন। কিন্তু আজকে মন্ত্রীরা বলেন সরকারি হাসপাতালের বাইরে চিকিৎসার সুযোগ নেই।

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আশ্বাস পেয়েছেন কিনা এমন কোন প্রশ্নের জবাবে এমপি হারুন বলেন, বিষয়টি ওনারা শুনেছেন, তবে ‘হ্যা’ বলছেন না আবার ‘না’ বলছেন না।

খালেদা জিয়া চিকিৎসা নিতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, এটা কোন প্রশ্ন হলো? সে অসুস্থ, চিকিৎসা নেবে না কেন?

ওবায়দুল কাদের সাহেব আমাকে বলেছেন, তিনি আজকেই সন্ধ্যার পর মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাবেন।