আগামী ২৮ শে ফেব্রুয়ারি বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য দা'ওয়াতে খায়র ইজতিমা'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ২৮ শে ফেব্রুয়ারি বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য দা'ওয়াতে খায়র ইজতিমা'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী ২৮ শে ফেব্রুয়ারি বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য দা'ওয়াতে খায়র ইজতিমা' র প্রস্তুতি সভা সম্পন্ন

সীতাকুন্ড প্রতিনিধি ।।

"আকিদ্বা ও আমলের তালিম নিন ইজতিমায় যোগ দিন" এই স্লোগানকে লক্ষ্য রেখে আগামী ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ টা হতে রাত এশা পর্যন্ত বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য দা'ওয়াতে খায়র ইজতিমা বিভিন্ন কর্মসূচী নিয়ে ১৬ ফেব্রুয়ারি আলহাজ্ব মোস্তাফা হাকিম ডিগ্রী কলেজ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব পেয়ার আহম্মদ কমিশনার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব মনজুর আলম। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ সিরাজুল হক,আলহাজ্ব আবদুল হামিদ,মুহাম্মদ আনোয়ারুল হক, শাহজাদা ইবনে দিদার, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, সাদেক হোসেন পাপ্পু, নিজামুল আলম রাজু, নুরুল হুদ ইদ্রিস, মুসলিম উদ্দিন, জসিম উদ্দিন শাহজাহান, প্রফেসর বাদশা আলম, মাওলানা আবদুল আউয়াল,মাওলানা আলী সিদ্দিকী, মাওলানা আতিকুল্লাহ সাহেব,মনজুর এলাহী প্রমুখ।

বক্তারা বলেন, এই ইজতেমায় যিকরে ইলাহী-যিকরে মুস্তফা, তালিমে কুরআন মাজিদ তরজমা ও তাফসির, তালিমে হাদিস শরীফ অনুবাদ ও ব্যাখ্যা, মাসায়ালা-মাসায়েল ও শিক্ষা প্রশিক্ষণ প্রদান করা হবে।

এই ইজতেমায় চট্টগ্রাম বাইরে বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রশাসনিক নিরাপত্তার জোর দাবি জানান বক্তারা।