সরকারী গাড়িতে পোষ্টার লাগিয়ে প্রচারণার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যানকে নোটিশ

সরকারী গাড়িতে পোষ্টার লাগিয়ে প্রচারণার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যানকে নোটিশ
সরকারী গাড়িতে পোষ্টার লাগিয়ে প্রচারণার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যানকে নোটিশ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সরকারী গাড়িতে পোষ্টার লাগিয়ে সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলির বিরুদ্ধে। আর এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে জাতীয় পাটির প্রার্থী দিদারুল কবির দিদার।

আজ রবিবার সহকারী রিটার্নিং অফিসার এর কাছে লিখিতভাবে তিনি এ অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জয়নব বিবি জলি সরকারি গাড়িতে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন এর নৌকা মার্কার পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। এতে জলিকে আগামী ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে রিটার্নিং কার্যালয়ে স্বশরীলে উপস্থিত হয়ে ব্যাখা দেওয়া জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, আমি গণসংযোগে অংশ না নেওয়ায় আমার বিরুদ্ধে নিউজ হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন মেনেই চলবো।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারী গাড়ি ব্যবহার করে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারেন না। এক প্রার্থীর লিখিত অভিযোগে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;