বাকপ্রতিবন্ধী স্ত্রীর আহাজারি।। আমার ছেলের ফাঁসি চাই : মা

বাকপ্রতিবন্ধী স্ত্রীর আহাজারি।। আমার ছেলের ফাঁসি চাই : মা

কবির শাহ্‌ দুলাল ।।

পাহাড়তলীতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। নিহতের নাম নিজাম উদ্দীন মুন্না। অভিযুক্ত তার ভাই সালাউদ্দীন কামরুল। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ছেলের খুনের জন্য আরেক ছেলের ফাঁসি চেয়ে মা জিন্নাত আরা বেগম বলেন, আমার ছেলের ফাঁসি চাই। ও প্ল্যান করে খুন করেছে। আমার বউ মা বোবা (নিহত ভাইয়ে স্ত্রী), কথা বলতে পারে না। তার মাসুম দুই সন্তানের কী হবে?

মা বলেন, দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল। আমার ছেলের খুনের জন্য আমার আরেক ছেলে কামরুল ইসলাম দায়ী। আমি তার ফাঁসি চাই। আমার বড় নাতি ইমন দেখছিল, নিজাম ভাইয়ের পা ধরে বলছিল মাফ করে দাও। কিন্তু সে মাফ করেনি। খুন করে ফেলেছে।

নগরীর পাহাড়তলী থানার ইন্সপেক্টর(তদন্ত) রাশেদুল হক এ প্রসঙ্গে বলেন, দুই ভাইয়ের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করে খুন করেছেন। আজ নির্বাচনের দিন খুন করে ঘাতক সালাউদ্দিন কামরুল এটি নির্বাচনী সহিংসতা হিসেবে চালিয়ে দেয়ার অপচেষ্টা করেছেন।