সেবা সংস্থা লিও ক্লাব অব চিটাগং লিবার্টি'র ২০২১-২২ বর্ষের কমিটি ঘোষণা 

সেবা সংস্থা লিও ক্লাব অব চিটাগং লিবার্টি'র ২০২১-২২ বর্ষের কমিটি ঘোষণা 
সেবা সংস্থা লিও ক্লাব অব চিটাগং লিবার্টি'র ২০২১-২২ সেবা বর্ষের কমিটি ঘোষণা 

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

'সবার উপরে মানবতা ' মানবতার এই স্লোগানে আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর লায়ন জেলা ৩১৫ বি৪ এর অধীন লায়ন্স ক্লাব অব চিটাগং লিবার্টি'র আওতাধীন লিও ক্লাব অব চিটাগং লিবার্টি'র ২০২১-২২ সেবা বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে।

৯ জুন বুধবার বিকালে চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত এক সভায় লায়ন্স ক্লাব অব চিটাগং লিবার্টি'র প্রেসিডেন্ট লায়ন কাজী আশিক ই-ওয়াহিদী, সেক্রেটারী লায়ন মোঃ আবসার উদ্দিন এ কমিটির অনুমোদন দেন। এতে লায়ন্স ক্লাব লিবার্টি'র এক্স প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদকে লিও এডভাইজার করে লিও এম কে মনিরকে প্রেসিডেন্ট ও লিও তাহমিনা চৌধুরী নাঈমাকে সেক্রেটারি করা হয়েছে। আগামী ১ বছরের জন্য ঘোষিত এ কমিটিতে ট্রেজারার করা হয়েছে লিও মোঃ সায়েদ উদ্দিনকে। একইসাথে কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে লায়ন্স ক্লাব লিবার্টি নেতৃবৃন্দকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

লায়ন জেলা ৩১৫ বি৪ এর অধীনে নানাবিধ সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে লায়ন্স ক্লাব লিবার্টি। গেল বছর শিক্ষা, চিকিৎসা ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরণের মতো মানবিক সব কাজ করে সকলের নজর কেড়েছে লায়ন্স ক্লাব চিটাগং লিবার্টি। ২০২০-২১ সেবা বর্ষে লায়ন্স ক্লাব চিটাগং লিবার্টির আয়েজনে ও লিও ক্লাব অব চিটাগং লিবার্টির সহযোগিতায় চট্টগ্রাম নগরীর হালিশহর, আকবরশাহ, পাহাড়তলী, খুলশী, চট্টগ্রাম রেল স্টেশন, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকায় স্কুল-মাদ্রাসা সমূহে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, এতিমখানায় খাদ্য বিতরণ, গরীর ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা, প্রেশার চেকআপসহ সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে লায়ন্স ক্লাব লিবার্টি। এছাড়াও বিভিন্ন লায়ন্স ক্লাবের সাথে যৌথ উদ্যোগে রিকশা, হুইলচেয়ারসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করে লিবার্টি ক্লাব। জনকল্যাণকর এসব কাজে নিরলসভাবে ভূমিকা রেখেছেন এই ক্লাবের লায়ন ও লিও নেতৃবৃন্দ। আগামীতেও মানবিক সব কাজ নিয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর লায়ন্স ক্লাব অব চিটাগং লিবার্টি  নেতৃবৃন্দ। 

এ বিষয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং লিবার্টি'র প্রেসিডেন্ট লায়ন কাজী আশিক ই-ওয়াহিদী, সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবসার উদ্দিন, লিও এডভাইজার লায়ন কাজী আলী আকবর জাসেদ যৌথভাবে একুশে পত্রিকাকে বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংস্থা।লায়ন্স ক্লাবের ধর্মই হচ্ছে সেবা। সেবা ব্যতিত এখানে অন্য কিছু নেই। সারাবিশ্বে লায়ন্স ক্লাব তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। আধুনিক যামানায় চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় লায়ন্স ক্লাব চক্ষু চিকিৎসাকে প্রাধান্য দিয়ে থাকে। তবে চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষা ও খাদ্য খাতে ব্যাপক কাজ করছে আমাদের ক্লাব। এবারও তার ব্যতিক্রম নয়। আগামী ১ বছরের জন্য লিও ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিতে সাংগঠনিক দক্ষতা ও ক্লাব এক্টিভিটিকে বড় করে দেখা হয়েছে। আশা করি নতুন লিও কমিটি সেবার আরেক দ্বার উন্মোচন করবে।