প্রেমিকের দেওয়া সেই গোলাপটা আছে তো নাকি লেপ্টে গেছে বইয়ের পাতায়!

প্রেমিকের দেওয়া সেই গোলাপটা আছে তো নাকি লেপ্টে গেছে বইয়ের পাতায়!
লাল গোলাপ। সংগৃহীত

খান তাজনীন আহসান ।।

নিগুঢ় ভালোবাসার প্রকাশেই লাল গোলাপ এখনও সবচেয়ে এগিয়ে। সেই যে স্কুল শেষে বাড়ি ফেরার পথে অচেনা এক যুবক দাঁড়িয়ে থাকতো লাল গোলাপ হাতে! কিংবা ওই যে প্রেমিকার দেওয়া গোলাপ শুকিয়ে মচমচে হয়ে গেলেও পাপড়িগুলো বইয়ের পাতা থেকে ফেলা যাচ্ছে না কোনোভাবেই। লেপ্টে গেছে বইয়ের শরীরে। মোছা যাচ্ছে না কোনোমতে!

কারও আবার জীবন থেকে একের পর এক বসন্ত চলে যাচ্ছে লাল গোলাপ ছাড়া। কিংবা জীবনের বিশেষ দিনে এত এত দামি দামি উপহার পাচ্ছেন। কিন্তু নেই এক গুচ্ছ রক্তলাল গোলাপ। অথবা আপনার ঘরের কোণে ছোট্ট বারান্দায় নেই একটা গোলাপের টব, বসার ঘরের ফুলদানিও শূন্য পড়ে আছে। ইশ্ জীবনটাই কেমন ফ্যাকাসে, তাই না?

ভাবছেন আজ কেন এত লাল গোলাপ নিয়ে কথা বলছি। তাহলে জানিয়ে দেই আজ কিন্তু জাতীয় লাল গোলাপ দিবস। প্রতিবছর ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র এই দিনটিকে লাল গোলাপ দিবস হিসেবে উদযাপন করে। কারণ লাল গোলাপকে জুনের জন্ম ফুলও বলা হয়ে থাকে।

লাল গোলাপ, যাকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। কিন্তু কেন? আসলে প্রাচীণ গ্রিক দেবী আফ্রোদিতির প্রেমিক অ্যাডোনিসের জন্য তার হৃদয়ে যে বেদনার রক্তক্ষরণ হতো, তারই প্রতীকী হিসেবে লাল গোলাপকে ভালোবাসার নাম দিয়েছেন। অনেকে আবার বলেন, সুইডেনের রাজা দ্বিতীয় চার্লস ফুলের সাংকেতিক ভাষা চালু করেন, আর তিনিই নাকি লাল গোলাপকে ভালোবাসার সাংকেতিক রূপ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তবে শুধু ভালোবাসার প্রতীক নয়, গোলাপের কিন্তু আরও অনেক ব্যবহার, উপকারিতাও রয়েছে। এই যেমন গোলাপ যে ত্বকের জন্য কত উপকারী তা কমবেশি সবারই জানা। গোলাপের নির্যাস ত্বকের নানা সমস্যা দূর করে। এর জীবাণুনাশক উপাদান ব্যাক্টেরিয়ার সংক্রমণ, অসম ত্বক এবং ত্বকের ক্ষত দূর করতে সাহায্য করে। গোলাপ জল, গোলাপের তৈরি সুগন্ধি, কিংবা মেকআপ প্রোডাক্টেরও চাহিদা কিন্তু কম নয়।

তবে সব থেকে মজার এবং অজানা বিষয় হলো- গোলাপের তৈরি খাদ্য। হয়তো অনেক কম মানুষই জানেন গোলাপ বা গোলাপের পাপড়ি থেকে কিন্তু নানা ধরনের সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার তৈরি হয়। গোলাপের শরবত, আইসক্রিম, মিষ্টি, জ্যাম-জেলি, ওয়াইন, কেক কিংবা আচার কী নেই! এছাড়াও ঘরসজ্জা, বিয় শাদি, যে কোনো অনুষ্ঠানে লাল গোলাপ ছাড়া যেন চলেই না।

তবে গোলাপের নানাবিধ ব্যবহার ছাপিয়েও নিগুঢ় ভালোবাসার প্রকাশেই লাল গোলাপ এখনও সবচেয়ে এগিয়ে। তাই প্রিয় মানুষটির প্রতি বিশেষ দিনে বিশেষ অনুভুতির বহিঃপ্রকাশ ঘটাতে লাল গোলাপের জুড়ি নেই।