সীতাকুন্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সীতাকুন্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সীতাকুন্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক ।।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ।

আজ (১৪) নভেম্বর সোমবার সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

হাসান গোমস্তা ফুটবল একাদশ আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বেলাল স্মৃতি ফুটবল একাদশ বনাম সোনাইছড়ি এফসি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় বেলাল স্মৃতি ফুটবল একাদশ সোনাইছড়ি এফসি একাদশকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও ভোরের কাগজ সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ ইউসুফ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহেদী, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্যাহ মিয়াজী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, যুব কর্মকর্তা শাহ আলম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সদস্য রোমান, মেহেরাজ, তানভীর, রাহাত, ফরহাদ, মুন্না, ফাহাদ, আরাফাত প্রমুখ ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, ফুটবল হচ্ছে এমন একটি খেলা যা বাংলাদেশের প্রত্যেক মানুষ এই খেলা অন্তর থেকে পছন্দ করে এবং এই খেলা দেখার জন্য অপেক্ষা করে। এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবেনা যে ফুটবল খেলা পছন্দ করেনা। তিনি এই সময় অনুরোধে করে বলেন, আমি চাই খেলাটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনা হোক।

তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক ও অশুভ কাজ থেকে বিরত রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ক্রীড়াকে গুরুত্ব দিয়ে থাকেন।

তিনি আরো বলেন, সঠিকভাবে খেলাধুলার চর্চা করলে যুবকরা সুস্থ ও সবল থাকে। এতে সুন্দর সমাজ বিনির্মাণের কাজ সহজ হয়।

খালেদ /পোস্টকার্ড ;