বাংলাদেশের রেকর্ড সংগ্রহ, লিটনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সামনে ৩২২ রানের পাহাড়

বাংলাদেশের রেকর্ড সংগ্রহ, লিটনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সামনে ৩২২ রানের পাহাড়

মোহাম্মদ জিল্লুর চৌধুরী, সিলেট ।।

প্রথম ওয়ানডে ম্যাচে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। সে হিসেবে সফররত জিম্বাবুয়ের সামনে তিনশত বাইশ রান করা বড় পাহাড় টপকানোর মতই।

সিলেটে সিরিজের টস জিতে ব্যাট করতে নেমে জুটি গড়েই এগিয়েছে বাংলাদেশ। একের পর এক জুটিতে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন তিনি।

রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে তামিম আউট হয়েছেন মাদেভেরের বলে এলবিডব্লিউ হয়ে। অবশ্য  রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। ব্যর্থতার খাতা বড় করেই ফিরেছেন সাজঘরে।

তামিমের আউটের পর লিটনের সঙ্গে জুটি গড়ে ফিরেন নাজমুল হোসেন শান্তও। তিনিও ইনিংস বড় করতে পারেননি। ৩৮ বলে ১ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ২৯ রান।

এদিকে, সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন লিটন। তিরিপানোর করা ইনিংসের ৩৬তম ওভারে ৩টি বাউন্ডারি হাঁকান তিনি। পরের ওভারেও ৯০ মিটার বড় এক ছক্কা লিটনের, কিন্তু ওই ছক্কা মারতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে টান পড়ে তার। চোটের কারণে বেরিয়ে যেতে হয় মাঠ থেকেই, ১০৫ বলে ১৩ চার আর ২ ছক্কায় লিটন তখন ১২৬ রানে।

তারপর  অবশ্য, ঝড়ো ব্যাটিং করে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ মিঠুন আর মাহমুদউল্লাহ। মিঠুন ৪১ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় কাটায় কাটায় ফিফটি করে আউট হন। মাহমুদউল্লাহ করেন ২৮ বলে ৩২।

সবশেষে,  মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট হাতে ছোটখাটো এক তাণ্ডব চালিয়েছেন। ১৫ বলে ৩ ছক্কায় ২৮ রানের হার না মানা এক ইনিংস খেলেন চোট কাটিয়ে দলে ফেরা এই অলরাউন্ডার।

অন্যদিকে,  জিম্বাবুয়ে দলের হয়ে সবচেয়ে সফল ছিলেন ক্রিস্টোফার এমপুফু। বাংলাদেশের ২ টি উইকেট নিয়েছেন এই পেসার।