সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে এস এম আল মামুনকে বরণ

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে এস এম আল মামুনকে বরণ
সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে এস এম আল মামুনকে বরণ

পোস্টকার্ড ডেস্ক।। 

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম-৪ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার মাঝি আলহাজ্ব এস এম আল মামুনকে বরণ করে নিলেন সীতাকুণ্ডের জনগন। 

সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন সততা মেধা যোগ্যতা ও মার্জিত আচরণের কারণে আগেই সীতাকুণ্ড বাসীর নজর কেড়েছেন।

এস এম আল মামুন গতকাল কেন্দ্রিয় আওয়ামী লীগের সিদ্ধান্তে চট্টগ্রাম-৪ আসনে আলহাজ্ব আল মামুন দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে যেভাবে পেরেছেন শুভেচ্ছা জানিয়েছেন সীতাকুণ্ডবাসী।

সোমবার আল মামুন ঢাকা থেকে সীতাকুণ্ড আসবেন শুনে বড় দারোগা হাটসহ উপজেলার বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে হাজার হাজার নেতা কর্মী প্রত্যেকটি ইউনিয়ন থেকে মোটর সাইকেল ও মিছিল নিয়ে নেতা-কর্মীরা বড় দারোগা হাট স্কেল ও বাজারে এসে জড়ো হতে থাকে এবং ঘণ্টার পর ঘণ্টা তাদের প্রিয় নেতা এস এম আল মামুনকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে অপেক্ষা করে।

বিকাল সাড়ে ৩ টায় এস এম আল মামুন আসলে মুহূর্তেই হাজার হাজার নেতা-কর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। এরপর তিনি বড় দারোগা হাট শুভেচ্ছা বক্তব্য দিয়ে প্রায় ২-৩শ’ মোটর সাইকেলের বহরসহ নগরীর অলংকার হয়ে তার নিজ বাড়ি ছলিমপুর এসে পৌঁছেন।  

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মামুন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন। আমার পিতা নিঃস্বার্থভাবে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য কাজ করেছেন, কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি;  আমিও কোনোদিন অন্যায়ের কাছে মাথানত করবোনা। জনগণ যেভাবে আমার পিতাকে ভালোবেসে বার বার নির্বাচিত করেছে, আমার বাবার অসম্পন্ন কাজ সমাপ্ত করতে এবং স্মার্ট সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে আমাকেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ।

এই সময় এস এম আল মামুন এর সাথে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, ১ নম্বর সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, ২নম্বর বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন রেহান, ৫ নম্বর বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, ৭নম্বর কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ৮নম্বর সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ১০নম্বর সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, এপিপি এডভোকেট ভবতোষ নাথ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ শাহজাহান, পৌরসভার কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট ফজলে করিম নিউটন, ভাটিয়ারি ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা সাব্বির আহমেদ, যুবলীগ নেতা বদিউল আলম জসিম, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ প্রমুখ নেতুবৃন্দ।

খালেদ /পোস্টকার্ড ;