সীতাকুণ্ডে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ।

সীতাকুণ্ডে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ।
সীতাকুণ্ডে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ।

ইমাম হোসেন ইমন 
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি, 

চট্টগ্রাম সীতাকুণ্ডে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

যেখানে জন্ম নিবন্ধন সনদ পেতে হয়রানির শেষ নাই সেখানে সীতাকুণ্ড পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে জন্ম নিবন্ধন করছে। 

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের বলেন আমরা প্রথম পর্যায়ে (০-৪৫) দিনের শিশুদের জন্ম নিবন্ধনের আওতাভুক্ত করতেছি  পরবর্তীতে আমাদের সব বয়সের মানুষকে জন্ম নিবন্ধন প্রাপ্তির সেবায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন  যেহেতু পরিবার পরিকল্পনা বিভাগের কাছে গ্রামে কোন ঘরে কোনদিন সন্তান জন্ম নিবে এ তথ্য রয়েছে, সেহেতু এই কাজটি সম্পূর্ণ সঠিকভাবে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের দ্বারা করা সম্ভব বলে আমি মনে করি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের তত্ত্বাবধানে ইউনিয়নের ওয়ার্ডে গিয়ে জন্মগ্রহণকারী শিশুর তথ্য সংগ্রহ করে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে, সেখান থেকে জন্ম নিবন্ধন করে আবার ঘরে ঘরে জন্ম সনদ পৌঁছে দিচ্ছে। 
এতে করে শিশুর মা-বাবারা টাকা ও হয়রানি ছাড়া নিজের সন্তানের জন্ম নিবন্ধন করতে পারছে। সেবা গ্রহীতা মোঃ সাহাদাত হোসেন,রেহেনা আক্তার ও আমিনউল ইসলাম, বলেন যেখানে টাকা দিয়ে জন্ম সনদ পেতে হয়রানি শিকার হতে ও সেবা দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

খালেদ / পোস্টকার্ড ;