সীতাকুণ্ডে শিপইয়ার্ড শ্রমিকের মৃত্যু, কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর জানে না!

সীতাকুণ্ডে শিপইয়ার্ড শ্রমিকের মৃত্যু, কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর জানে না!
সীতাকুণ্ডে শিপইয়ার্ড শ্রমিকের মৃত্যু, কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর জানে না!

ডেস্ক নিউজ, পোস্টকার্ড।।

সীতাকুণ্ডের শীতলপুরস্থ গোল্ডেন আইরন শিপ ব্রেকিং ইয়ার্ডে হাশেম মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৭ মে) দুপুরে এ ঘটনা ঘটলেও আজ বুধবার তা জানাজানি হয়। তাছাড়া ওই শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। গোল্ডেন আইরন শিপ ব্রেকিং ইয়ার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, হিট স্ট্রোকের কারণে হাশেমের মৃত্যু হয়েছে। তবে শিপইয়ার্ডের একাধিক শ্রমিক জানিয়েছেন, জাহাজ থেকে পড়ে হাশেমের মৃত্যু হয়েছে।

এদিকে শ্রমিকের মৃত্যুর ২৪ ঘন্টা পার হলেও এখনো মৃত্যুর কারণ জানা দূরের কথা মৃত্যুর খবরও নিশ্চিত হতে পারেনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

শিপইয়ার্ডের একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ওই শ্রমিক জাহাজের উপর থেকে পাইপ নিয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগের দিন গত সোমবার শিপইয়ার্ডে অন্য এক শ্রমিক পায়ে মারাত্মক জখম হন। তার পায়ে অপারেশন হয়েছে। তিনি এখন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক রাজু আহমেদ বলেন, আমরা কেন মৃত্যুর খবর গোপন করবো? এটি তো আমাদের জন্যই ক্ষতিকর। একজন শ্রমিক গতকাল হিট স্ট্রোক করে মারা গেছেন। আরেকজন এর আগের দিন আহত হয়েছেন। তার পায়ের অপারেশন হয়েছে। বর্তমানে তিনি চমেকে চিকিৎসাধীন আছেন। নিহত হাশেম মিয়া পিটার গ্রুপে কাজ করতেন। প্রচণ্ড গরম পড়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তিনি কোনভাবে আঘাতপ্রাপ্ত হননি।

এই বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত বলেন, আমরা শুনেছি একজন শ্রমিক গতকাল স্ট্রোক করেছেন। মারা গেছেন কি না সেটি আমরা এখনো নিশ্চিত না। আমাদের পরিদর্শক দল ওই কারখানা পরিদর্শন করার পর বিস্তারিত বলতে পারবো । যদি কেউ মারা যায় তাহলে প্রয়োজনীয়  ব্যাবস্থা নেয়া হবে ।

খালেদ / পোস্টকার্ড ;