সীতাকুণ্ড থেকে ৭ মহিলা ছিনতাইকারী আটক

সীতাকুণ্ড থেকে ৭ মহিলা ছিনতাইকারী আটক
সীতাকুণ্ড থেকে ৭ মহিলা ছিনতাইকারী আটক

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডে স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইকারী চক্রের সাত মহিলা সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারি বাস স্টেশন এলাকায় এক মহিলাকে ঘিরে ধরে কৌশলে তার ব্যাগে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার সময় প্রথমে দুই মহিলাকে আটক করে স্থানীয় জনতা। এ সময় উপস্থিত কয়েকজনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মহিলা ছিনতাইকারী চক্রের আরো ৫ সদস্যকে আটক করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য তাদের জনতার রোশানল থেকে উদ্ধার করে ভাটিয়ারি ইউনিয়ন পরিষদে এনে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর ধর্মন্ডল আগলা বাড়ি এলাকার মৃত তাহির মিয়ার স্ত্রী রাফিয়া বেগম (৫০), রাজু মিয়ার স্ত্রী আসমা বেগম (২৫), রাবুল ইসলামের স্ত্রী রিপা আক্তার (৩০), হানিফ মিয়ার স্ত্রী খাইরুন নেসা (৩২), শাহ আলমের স্ত্রী ফতুল্লা বেগম (৪০) ও জামালের স্ত্রী মর্জিনা বেগম (৪০)। এদের মধ্যে একজনের নাম জানা যায়নি।

ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দিন জানান, বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণকালে একদল নারী লাইনের মধ্যে ঢুকে ধাক্কাধাক্কি করে অনেকের গলা থেকে চেইন ও মোবাইল হাতিয়ে নেয়।

সোমবার তারা স্কুলে গেলে দেখতে পায়, সেখানে শুধু পুরুষের লাইন। সেখান সরে গিয়ে মহাসড়কের পাশে বাস স্টেশনে এক মহিলার ব্যাগ চিনিয়ে নেওয়ার সময় ধরা পড়ে। তাদের ইউনিয়ন পরিষদে আনার পরে পুলিশ এসে আটক দেখিয়ে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ আজ মঙ্গলবার বলেন, সম্প্রতি স্মার্টকার্ড বিতরণকালে ভাটিয়ারি এলাকার অনেক মহিলার স্বর্ণের চেইনসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়। সর্বশেষ (সোমবার) ভাটিয়ারি বাস স্টেশনে এক মহিলার ব্যাগ থেকে মূল্যাবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার সময় হাতেনাতে স্থানীয়রা ধরে ফেলেন। এরপর তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে সেখান থেকে পুলিশ আটক দেখিয়ে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ওই মহিলা বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;