সীতাকুণ্ডে কারেন্ট জাল পাতার প্রস্তুতি, ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

সীতাকুণ্ডে কারেন্ট জাল পাতার প্রস্তুতি, ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
সীতাকুণ্ডে কারেন্ট জাল পাতার প্রস্তুতি, ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডেস্ক নিউজ ।।

অবৈধভাবে সাগরে কারেন্ট জাল ফেলে মাছ ধরার প্রস্তুতিকালে সীতাকুণ্ড ১০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ও ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় উপজেলার কুমিরা ঘাটে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে পুড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশের এসআই চান মিয়া ও কোস্ট গার্ড ভাটিয়ারি স্টেশনের ওয়ারেন্ট অফিসার মো. মোখলেসুর রহমানের নেতৃত্বে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কারেন্ট জাল ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ। অবৈধভাবে কিছু জেলে সাগরে কারেন্ট জাল ফেলার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে দুটি বোটসহ ৬ জন জেলেকে আটক করে নৌ পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা। আটক দুটি বোট থেকে আনুমানিক ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা ও সুরক্ষা আইনের আওতায় পাঁচ ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এই জাল থেকে ছোট-বড় কোন মাছ নিরাপদ না। সাগরে অবৈধ যেকোন কিছুর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন তথ্য সংগ্রহকারী মাজহারুল ইসলাম, জাফর উদ্দিন, রুবেল দাশ ও সাদেকুল ইসলাম।

খালেদ / পোস্টকার্ড ;