সিঁড়ি ভেঙে পড়ে গেল সাগরে , সীতাকুণ্ডের কুমিরা জেটির যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা  

সিঁড়ি ভেঙে পড়ে গেল সাগরে , সীতাকুণ্ডের কুমিরা জেটির যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা  
সিঁড়ি ভেঙে পড়ে গেল সাগরে , সীতাকুণ্ডের কুমিরা জেটির যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা  

ডেস্ক নিউজ, পোস্টকার্ড ।।

সীতাকুণ্ডের কুমিরা-গুপ্তছড়া নৌপথের কুমিরা অংশের জেটির সিঁড়ি ভেঙ্গে গিয়ে সাগরে পড়ে গেছে । গত বৃহস্পতিবার জোয়ারের ঢেউয়ের চাপে সিঁড়িটি ভেঙে যায়। তাছাড়া জেটির পশ্চিম অংশের প্রায় ৩৬টি পিলারের নিচের মাটি সরে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খবর পেয়ে ঝুঁকিপূর্ণ জেটিতে যাত্রী চলাচলের নিষেধাজ্ঞা আরােপ করে।

সরেজমিনে দেখা যায়, জেটিটি উপকূল অংশের প্রবেশ পথে ও জেটির সাগরের দিকে মাথায় টাওয়ারের সঙ্গে লাল নােটিশ বাের্ড টানিয়ে দেওয়া হয়েছে। জেটির শেষ প্রান্তে নৌযানে ওঠার সিঁড়ির অর্ধেক নেই। বাকি অর্ধেকও নড়বড়ে। জেটি বন্ধ করে দেওয়ায় গতকাল শুক্রবার কাদা মাড়িয়ে যাত্রীদের স্পিডবােটে উঠতে হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ৯ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ২০০৯-২০১১ সালে এ জেটিটি নির্মাণ করে সংস্থাটি। এটির দৈর্ঘ্য ৬৩৫ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৬৫ মিটার। ২০১২ সালে জেটিটি যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম বলেন, জেটি নড়বড়ে হয়ে যাওয়ায় ঈদের আগে তারা সতর্কীকরণ নােটিশ দেন। এর মধ্যে গত বৃহস্পতিবার জেটির সামনের অংশের সিঁড়ি ভেঙে সাগরে পড়ে যায়। এরপর জেটিটিতে চলাচল পুরােপুরি নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, জেটির সামনের অংশে ৭৫ মিটারে ৩৬টি পিলার রয়েছে। সব পিলারের নিচের মাটি সরে গিয়ে পাইলিং নষ্ট হয়ে গেছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে আপাতত লােহার পাইপ ও কাঠ দিয়ে সিঁড়ি নির্মাণ করে দেওয়ার চেষ্টা করবেন তাঁরা ।

খালেদ / পোস্টকার্ড ;