সীতাকুণ্ডে অভুক্ত মানুষের পাশে আহার

সীতাকুণ্ডে অভুক্ত মানুষের পাশে আহার
সীতাকুণ্ডে অভুক্ত মানুষের পাশে আহার

পোস্টকার্ড নিউজ । ।

"সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে" এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আহার সীতাকুণ্ডে গত দুই বছর ধরে গরিব, অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে খাবার দিয়ে আসছে সামাজিক, মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন আহার।

শুক্রবার (০৪ নভেম্বর) প্রতি মাসের মতো শুক্রবার এ আয়োজন করা হয়। মাসের প্রথম শুক্রবার সিকিউর সিটির প্রাঙ্গণে শত শত মানুষের এই আয়োজনে সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন পেশার মানুষ এতে সেচ্ছাসেবী হিসেবে অংশ নেন। বিভিন্ন দানবীর ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা এতে সেচ্ছায় গরীবদের খানার আয়োজনে অর্থসাহায্য করেন।

আহার এর নির্বাহী পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত গরীবের মেজবানে উপস্থিত ছিলেন সিকিউর সিটির মার্কেটিং অফিসার আবুল হোসেন, নাছির উদ্দিন অনিক, মোহাম্মদ ফারুক, নাছির উদ্দিন অনিক, শিবলু , মুসলেহ উদ্দীন প্রমুখ।

আজকের আয়োজনের সম্পুর্ন খরচ বহন করেন বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল।

আহার এর নির্বাহী পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, করোনা মহামারির সময়কালে আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছিলাম। গত দুই বছর ধরে আমরা দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে প্রতিমাসে একবার খাবারের ব্যবস্থা করি। সকলের সহযোগিতায় আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

খালেদ / পোস্টকার্ড ;