লরিচাপায় প্রাণ গেল সীতাকুণ্ড আ.লীগ নেতার

লরিচাপায় প্রাণ গেল সীতাকুণ্ড আ.লীগ নেতার
লরিচাপায় প্রাণ গেল সীতাকুণ্ড আ.লীগ নেতার

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা স্টেডিয়ামের কাছে টোল রোডে প্রাইভেটকার ও ১৬ চাকার ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের একজন সীতাকুণ্ড আওয়ামীলীগ ও অপরজন যুবলীগ নেতা।

সোমবার সন্ধ্যা ৬টায় পণ্য পরিবহন সংস্থা এমএসএস ক্যারিয়ার সার্ভিসের লরি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আব্দুর রবের পুত্র মো. নাছির উদ্দিন (৫১) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দিনের পুত্র মো. কামাল উদ্দিন (৪১)।

একই দুর্ঘটনায় বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, সাগরিকা টোল রোডের এই দুর্ঘটনার পর আহত চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এদের মধ্যে মোহাম্মদ নাসির চমেক হাসপাতালে এবং কামাল উদ্দিন ইম্পেরিয়াল হাসপাতালে মারা যান।

আহতদের পারিবারিক সুত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে তারা চারজন বন্দর টোল রোড দিয়ে প্রাইভেটকার যোগে বন্দরে যাচ্ছিলেন। যাওয়ার পথে সাগরিকা স্টেডিয়াম টোল রোড এলাকায় তাদের কার দুর্ঘটনা কবলিত হয়। দুই নেতার নিহত হওয়ার কথা শুনে এলাকায় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

খালেদ / পোস্টকার্ড ;