সীতাকুণ্ডের বারবকুণ্ড বাজার মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, প্রয়োজন ওভারপাস

সীতাকুণ্ডের বারবকুণ্ড বাজার মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, প্রয়োজন ওভারপাস
সীতাকুণ্ডের বারবকুণ্ড বাজার মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, প্রয়োজন ওভারপাস

আকবর হোসেন, সীতাকুণ্ড ।।

উপজেলার বাড়বকুণ্ড বাজার সংলগ্ন হাইওয়ে মহাসড়কটি যেন মরণফাঁদ। এখানে রাস্তা পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। তা ছাড়া রাস্তা পারাপারের জন্য যে জায়গা রয়েছে সেখানে প্রতিনিয়ত সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থেকে যানজটের সৃষ্টি করে ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি পার হতে গিয়ে নানান দুর্ঘটনা ঘটছে। সড়কটির পূর্ব-পশ্চিম পাশে সেইফ লাইন, নাভানা দাঁড়িয়ে থাকায় পথচারিরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়।

ট্রাফিক পুলিশ থাকাবস্থায় দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশাগুলো  মহাসড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে যা নিষিদ্ধ। এছাড়াও রাস্তারপূর্ব পাশে চিটাগাং কেমিকেল উচ্চ বিদ্যালয় (সিসিসি) অবস্থিত। এ বিদ্যালয়ে ৬ শতাধিক ছাত্র-ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রামের এই মহাসড়কটি পার হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, ছাত্র-ছাত্রীরা স্কুলে আসা এবং যাওয়ার সময় আমরা খুবই চিন্তিত থাকি। নানান সময় নানান ঝামেলার কথাও শুনতে পাই। কয়েকজন অভিভাবক জানান, ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে আমরা খুবই চিন্তায় থাকি।

এই এলাকার প্রায় ৩৫ হাজার অধিবাসীর দাবি, বাড়বকুণ্ডের জনসাধারণ এবং কোমলমতি শিক্ষার্থীরা যাতে নিরাপদে এই মহাসড়কটি পার হতে পারে সে জন্য একটি ওভারপাস নির্মাণ করা প্রয়োজন।