রিপাবলিকানদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কী করবেন -বাইডেন

রিপাবলিকানদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কী করবেন -বাইডেন
রিপাবলিকানদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কী করবেন -বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক ।।

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে অবিশ্বাস্যভাবে সন্তুষ্ট উল্লেখ করে বলেছেন, রিপাবলিকানদের এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কী করবেন।

নেভাদা অঙ্গরাজ্যের সিনেট আসনে বাইডেনের দলের জয় পাওয়ার মাধ্যমে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা অনেকটা নিশ্চিত হয়। এরপরই এ মন্তব্য করেন ডেমোক্রেটির পার্টির নেতা বাইডেন।

স্থানীয় সময় রবিবার (১৩ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ জোট আসিয়ানের সম্মেলনের আগে কম্বোডিয়ায় সাংবাদিকদের সামনে জো বাইডেন এ কথা বলেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যে অবস্থায় আছি- তা নিয়ে আমরা তুলনামূলক ভালো বোধ করছি। আমি জানি আমি একজন আশাবাদী, আমি এটা শুরু থেকেই বুঝি। কিন্তু ভোটের ফলাফলে আমি বিস্মিত নই। ফলাফলে আমি অবিশ্বাস্য রকম সন্তুষ্ট।’

বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি যে ভোটের ফলাফলই আমাদের প্রার্থীদের গুণমানের প্রতিফলন।’

ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখন আগামী দুই বছরের দিকে দৃষ্টি নিবন্ধ করছি।’

এ সময় বাইডেন জানান, তার দৃষ্টি এখন জর্জিয়া সিনেট নির্বাচনের দিকে। তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ৫১ জন সিনেটর নিয়ে ‘সর্বদা তুলনামূলক ভালো অবস্থান’।

এই ডেমোক্র্যাট বলেন, ‘আমরা এখন এমন অবস্থানে আছি যেখানে যেখানে যে কোনো বিষয়ে কমিটি গঠন করতে হবে না। সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে এটিই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে এটি ভালো, তবে এ সংখ্যা যত বড় হবে তত ভালো হবে।’

এখনো জর্জিয়া সিনেট আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। প্রথম রাউন্ডে দুই দলের প্রার্থীদের কেউ ৫০ শতাংশ বা তার বেশি ভোট পাননি। যে কারণে ভোট দ্বিতীয় দফায় গড়িয়েছে। আগামী ৬ ডিসেম্বর সেই রানঅফ ভোট হবে।

এর আগে শনিবার গবেষণা সংস্থা এডিসন রিসার্চ তাদের পূর্বাভাসে জানায়, আগামী বছর সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকবে। যা বাইডেনের জন্য একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হবে।

নেভাদা অঙ্গরাজ্যে সিনেট আসনে জয়ের মাধ্যমে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো প্রেসিডেন্ট জো বাইডেনের দল। তবে এখনো যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শনিবার (১২ নভেম্বর) নেভাদায় সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্টেরকে হারিয়ে ডেমোক্রেটের ক্যাথরিন কর্টেজ মাস্তোর জয়ের পর উচ্চকক্ষ নিয়ন্ত্রণে তাদের দলের অবস্থান নিশ্চিত হয়।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত অ্যাডামকে হারিয়ে ক্যাথরিনের বিজয় ১১৮তম কংগ্রেসে ডেমোক্র্যাটদের ৫০টি আসন নিশ্চিত করেছে। দেশটির ১০০টি আসনবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫০টি আসন।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, 'এ নির্বাচন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য বড় বিজয়।'

নির্বাচনের ফলাফল নিয়ে বেশ আগে থেকেই নানা মতামত শোনা যাচ্ছিল। বিভিন্ন জরিপের ফলাফলে রিপাবলিকানদের কাঁধেই সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে বলে ধারণা করা হচ্ছিল। যে কারণে, ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত হওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য স্বস্তির খবর বটে।

নেভাদায় ডেমোক্র্যাটদের বিজয়ের পর সিনেটে বর্তমানে রিপাবলিকান পার্টির আসন রয়েছে ৪৯টি। আর সর্বশেষ ফলাফলে নিম্নকক্ষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি ২১১টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। এখন সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের দরকার আর ৭টি আসন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ২০৪টি আসন।

খালেদ / পোস্টকার্ড ;