পশ্চিমবঙ্গ রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা 

পশ্চিমবঙ্গ রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা 
পশ্চিমবঙ্গ রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা 

পোস্টকার্ড আন্তর্জাতিক ডেস্ক ।।

মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন । 

বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল।

এর আগে কালীঘাটের বাড়ি থেকে বের হয়ে ভাতিজা অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছান মমতা।

গত ২ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস ২১৪টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজেপি পায় ৭৬টি আসন। সংযুক্ত মোর্চা পায় ১টি ও অন্যান্যরা পায় ১টি আসন। 

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে বলেছেন, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব না করলে এই ৭৭টি আসনও পেত না বিজেপি। 

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

তবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। যদিও এই পরাজয় সম্পর্কে বলতে গিয়ে মমতা জানান, নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ।