যুক্তরাষ্ট্র মানবদেহে প্রয়োগ করলো প্রথম করোনা প্রতিষেধক

যুক্তরাষ্ট্র মানবদেহে প্রয়োগ করলো প্রথম করোনা প্রতিষেধক
যুক্তরাষ্ট্র মানবদেহে প্রয়োগ করলো প্রথম করোনা প্রতিষেধক

আন্তর্জাতিক ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে ঝরছে হজার হাজার প্রাণ, আক্রান্তের সংখ্যাও লক্ষাধিক। আশ্চর্যের বিষয় হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের এমন উন্নত সময়ে থেকেও এখন অবধি ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি পৃথিবীর কোনো দেশ।

তবে, আশার খবর দিলো যুক্তরাষ্ট্র। মানবদেহে প্রথমবারের মত করোনা প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের নব্য তৈরি এই ভ্যাকসিন প্রথমে একজনের শরীরে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা তাও দেখা হবে তাও দেখা হবে এ পরীক্ষায়।

যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বার্তা সংস্থা এপি জানিয়েছে, আজ সোমবার মানবদেহে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা এপি বলছে, জাতীয় ইনস্টিটিউট অব হেলথ সিয়াটলে এই পরীক্ষা চালাবে। সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক ব্যবহার করা হবে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতিষেধকটি যদি ভালো ফল দেয় তাহলে এর চূড়ান্ত পরীক্ষা করতে আরও এক বছরের বেশি সময় লাগবে।

করোনা আতঙ্কের এ সময়ে সারাবিশ্বের সকল ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো কোভিড ১৯ করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ করে চলছে। তবে এখন পর্যন্ত আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার রোগীর মৃত্যু হয়েছে।