ফ্রি টেলিমেডিসিন সেবা ডা. জাহানারা আরজুর

ফ্রি টেলিমেডিসিন সেবা ডা. জাহানারা আরজুর

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী করোনায় মানুষ যখন ঘরবন্দি, তখন প্রয়োজনীয় চিকিৎসার জন্য অনেকে বের হতে পারছেন না। এমন সময়ে কোনো চিকিৎসক মোবাইলে পরামর্শ দিয়েও ফি নিচ্ছেন। অনেক চিকিৎসককে আবার খুঁজেও পাওয়া যাচ্ছে না। এমন সময়ে সেবার এক অন্যরকম জানালা খুলে বসেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহানারা আরজু। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক প্রতিদিন মোবাইলেই রোগীদের সেবা দিয়ে যাচ্ছে বিনামূল্যে।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ঘোষণাও দিয়েছেন। সেখানে তিনি তার মোবাইল নাম্বার দিয়ে লেখেন, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি রোগীদের মোবাইলে সেবা দিতে প্রস্তুত আছেন।

তবে চিকিৎসকদের সমালোচনা করতে নিষেধ করে এ চিকিৎসক তার পোস্টে লেখেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টেলিমেডিসিন সার্ভিস ছিলো। ঢাকার একটা ডায়াগনস্টিক সেন্টারে চেন্নাই এপোলো হসপিটালের টেলিমেডিসিন সেন্টার ছিলো। ফি রাখা হতো আট হাজার টাকা। ঢাকার এপোলোতে (এভার কেয়ার হাসপাতালে) এখন টেলিমেডিসিনের জন্য ১৪০০ টাকা নিচ্ছে। সম্প্রতি সিলেটের এক গায়নোকলিজিস্ট নাকি টেলিমেডিসিনে আটশ টাকা ফি নিয়েছেন, এ জন্য তিনি কেন এত সমালোচিত? কেনো ভাই, কেউ ফি নিলে আপনার পোষালে ফোন দেবেন। না পোষালে আমরা যারা ফ্রি চিকিৎসা দিচ্ছি তাদেরকে ফোন করেন। খামোখা কেন সমালোচনা করবো আমরা?

ডা. জাহানরা আরজুর টেলিমেডিসিন সেবা পেতে হলে ফোন করা যাবে এই নাম্বারে-০১৮১৯-২২২৮৫৪। মেডিসিন ও কার্ডিওলজির রোগীরা১০টা থেকে দুপুর ২ টার মধ্যে ফোন করলেই পাবেন এই সেবা।