মাছ সংকট সীতাকুন্ড বাজারে, রৌদে-বৃষ্টিতে লন্ড-ভন্ড কাঁচা বাজার

মাছ সংকট সীতাকুন্ড বাজারে, রৌদে-বৃষ্টিতে লন্ড-ভন্ড কাঁচা বাজার
মাছ সংকট সীতাকুন্ড বাজারে, রৌদে-বৃষ্টিতে লন্ড-ভন্ড কাঁচা বাজার

পোস্টকার্ড প্রতিবেদক ।।

প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে জনসমাগম কমাতে এবং নিরাপদ দুরত্ব বজায়ে নির্ধারিত স্থান হতে স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে সীতাকুন্ড পৌরসদর কাঁচা বাজার। জনসচেতেনতায় স্থানান্তরিত হওয়ার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত বেচা-কেনায় সরগরম রয়েছে বাজার। কিন্তু একেবারে অপরিকল্পীত অবস্থায় বাজারটি স্থাপন করায় ক্রেতা-বিক্রেতাদের জন্য বাঁধ সেদেছে রৌদ ও বৃষ্টি। ফলে গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে একেবারে লন্ড-ভন্ড হয়ে পড়েছে বেচা-কেনা। এতে ক্রেতা সংকটে পড়ে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে বিক্রেতাদের, অন্যদিকে কাদামাক্ত বাজারে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে ক্রেতার। দিনে দিনে অবস্থার চরম হয়ে উঠায় প্রয়োজনী পন্য কিনতে বিপাকে পড়তে হচ্ছে বলে জানান ক্রেতারা।

ক্রেতারা বলেন,‘ দুরত্ব বজায়ে কাঁচা স্কুল মাঠে সরানোর হলেও উন্নয়ন করা হলেও বাজারের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ফলে মাঠের নানা স্থানে পন্য বিক্রয় করতে থাকায় রৌদের মধ্যে দীর্ঘক্ষন হেটে হেটে ক্রয় করতে হচ্ছে প্রয়োজনীয় পন্য। এছাড়া বৃষ্টির সাথে সাথে পানিতে এককার হয়ে উঠে পুরো বাজার। এ অবস্থায় পন্যের পসরা বসিয়ে প্রতিনিয়ত ব্যবসায় লোকসান গুনছে ব্যবসায়ীরা। আর লোকসানের ঘানি টানতে না পেরে মাছ বিক্রি বন্ধ করে দেয়ায় তীব্র মাছ সংকট তৈরী হয়েছে বলে জানান তারা।

তারকারী ও মাছ বিক্রেতারা বলেন,‘ বাজার সরিয়ে দেয়া হয়েছে খোলা আকাশের নিচে। ক্রেতারা শূন্য বাজারের পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পন্যমূল্য। যে সময় নির্ধারন করা হয়েছে তাতে লাভ তো দুরের কথা পুঁজি নিয়ে ঘরে ফেরা মুশকিল। বিশাল মাঠে বাজার ছড়িয়ে দেয়া হলেও ছাউনির ব্যবস্থা না করে খাস আদায় করছে ইজারাদার।নাই পয়ঃনিস্কাশন ও ছাউনির ব্যবস্থা। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সব মাছ বিক্রি না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়। ব্যবসায় লোকসান আর রৌদ-বৃষ্টিতে ভিজে ব্যবসা করতে গিয়ে খাস দেয়ার যন্ত্রনা হতে মুক্ত হতে ব্যবসায়ীরা বাজারে মাছ বিক্রি বন্ধ করে দিয়েছে বলে জানান তার।  অথচ বাজারে মাছ সংকট দেখা দিলেও কার্যকর পদক্ষেপ গ্রহন হচ্ছে না অভিযোগ সর্বসাধারনের।

এ বিষয়ে পৌরসদর দোকান মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক রেজাউল করিম বাহার বলেন,‘ বাজারে মাছ বিক্রি না হওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে কি কারনে বাজারে মাছ বিক্রি বন্ধ হয়েছে তা খতিয়ে দেখে সমস্যার সমাধানের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান তিনি।