আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীতাকুন্ডের ছাত্রলীগ নেতার সরকারি পুকুর ভরাট, নোটিশ দিয়েই দায় সেরেছে সওজ

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীতাকুন্ডের ছাত্রলীগ নেতার সরকারি পুকুর ভরাট, নোটিশ দিয়েই দায় সেরেছে সওজ
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীতাকুন্ডের ছাত্রলীগ নেতার সরকারি পুকুর ভরাট, নোটিশ দিয়েই সওজের দায়সার 

বিশেষ প্রতিবেদক, পোস্টকার্ডবিডি.কম ।।

নিশ্চুপ সওজ, পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার পর সড়ক ও জনপথের কর্তাব্যাক্তিরা একটু নড়ে চড়ে বসে এবং সরেজমিনে আসে, কিন্তু অদৃশ্য কারণে অভিযুক্তকে একটি নোটিশ দিয়ে দায়িত্ব শেষ। এভাবে চলছে দীর্ঘ এক বছর পুকুর ভরাটকারি চোর-সওজ খেলা।

এরই মধ্যে সরেজমিনে গিয়ে দেখা যায় পুকুরের ঘাটলা রয়েছে, তবে অর্ধেক মাটি ভরাট হয়ে গেছে। রাতের আধাঁরে মানুষ যখন ঘুমাতে যায়। সাবেক ছাত্রলীগ নেতা রমজান বাড়ি থেকে বের হয় সরকারি জায়গা পুকুর ভরাটে। এভাবে দীর্ঘ এক বছরে পুকুরের তিন ভাগ মাটি দিয়ে দোকান নির্মাণ করে দিয়েছে। বাদবাকি পুকুরও রাতের বেলায় ভরাট অব্যাহত রয়েছে। এ বিষয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় লেখালেখিও হয়েছে। 

দখলকারি সাবেক ছাত্রলীগ নেতা রমজান আলী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় মুন্সী মিয়ার পুত্র এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা যায়, উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় (ছালেহ কার্পেট) মহাসড়কের পশ্চিম পাশের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অন্তত ৮ একর মূল্যবান জায়গা ছাত্রলীগ সভাপতি থাকাকালীন সময়ে দখল করে কিছু অংশে দোকান, ভাড়া ঘর, স্ক্র্যাপ জাহাজের লোহার ডিপো বানিয়ে তা ভাড়া দেয়। এছাড়া দখলকৃত জায়গা বেশিরভাগ অংশে একটি সরকারি পুকুর রয়েছে। সম্প্রতি সেখানে একটি বিশাল আকৃতির গেট স্থাপন করে সাধারণ জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একইভাবে দখলকৃত জায়গা স্ক্র্যাপ জাহাজের কিছু পরিবেশ দূষণমূলক কর্মকা- শুরু করলে স্থানীয় এলাকাবাসী চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ গিয়ে আইন-শৃঙ্গলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ঘটনার রেশ কাটতে না কাটতে এখন এই ছাত্রলীগ বিশাল আকারের সরকারি পুকুর ভরাটে লিপ্ত রয়েছে।

স্থানীয়রা যখন ঘুমাতে যায়, ছাত্রলীগ নেতা বাড়ি থেকে বের হয় পুকুর ভরাট করতে। ইতিমধ্যে পুকুরের প্রায় তিন ভাগ জায়গা ভরাট করে দখলে নিয়েছে। বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির পর কিছু দিন বন্ধ থাকে। এরপর সড়ক ও জনপথের লোকজন এসে অভিযুক্তকে একটা নোটিশ দিয়ে কর্তব্য শেষ করেন। পরে অদৃশ্য কারণে আবার পুকুর ভরাটের কাজ অব্যাহত রাখেন।

সরকারি জায়গা দখলের বিষয়ে জানতে সাবেক ছাত্রলীগ নেতা রমজান আলীকে ফোন দিলে উনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ বিভাগের সীতাকুন্ড সার্কেল সহকারি প্রকৌশলী গোলাম ফারুক বলেন,“সড়ক ও জনপথের জায়গা ও পুকুর ভরাটের বিষয়টি আমরা শুনে দখলকারির বিরুদ্ধে একটি নোটিশ ও মামলা করেছি, বিষয়টি পুলিশ তদন্ত পূর্বক রিপোর্ট দাখিল করলে অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

অপরদিকে এ বিষয়ে জানতে চট্টগ্রাম সড়ক ও জনপথের নিবার্হী প্রকৌশলী জুলফিকার আহমেদকে মুটোফোনে ফোন করেও পাওয়া যায়নি।