বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০টি দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, ৮১ নম্বরে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০টি দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, ৮১ নম্বরে বাংলাদেশ
সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা

পোস্টকার্ড ডেস্ক ।।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০টি দেশের তালিকা করেছে মার্কিন সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন। ১৯০টি দেশের মধ্যে ২০২১ সালের এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, আর ৮১তম বাংলাদেশ।

ম্যাগাজিনটির এক প্রতিবেদনে বলা হয়, ১০০ নম্বরের মধ্যে ৯৮ দশমিক ০৯ স্কোর নিয়ে বিশ্বের ক্ষমতাধরের এক নম্বর ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির শক্তিক্ষয় হলেও অর্থনৈতিক ও সামরিক শক্তিতে অন্যদের চেয়ে উপরে রয়েছে।

এ তালিকার ৯৪ দশমিক ২৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে চীন এবং ৯৪ দশমিক ১১ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ভারত রয়েছে চতুর্থ অবস্থানে, ৯৩ দশমিক ৬২ স্কোর নিয়ে।

পঞ্চম থেকে পর্যায়ক্রমে ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল রয়েছে এ তালিকায়। সব শেষে রয়েছে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া।

বাংলাদেশ ৬১ দশমিক ৬৭ স্কোর নিয়ে ৮১তম অবস্থানে রয়েছে বলে জানা যায় প্রতিবেদন থেকে। এর ফলে দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পরে রয়েছে বাংলাদেশ।

গ্লোবাল বিজনেস পলিসি ইনস্টিটিউটের সহায়তায় জরিপটি পরিচালনা করেছে সিইওওয়ার্ল্ড সাময়িকী। গত বছরের ১৯ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এটি চালানো হয়।