বেল‌জিয়ামের রানি এখন ঢাকায়

বেল‌জিয়ামের রানি এখন ঢাকায়
বেল‌জিয়ামের রানি এখন ঢাকায়

বিশেষ প্রতিবেদক ।।

বাংলাদেশে তিন দিনের সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক অ্যাডভোকেট হিসেবে বেলজিয়ামের রানি মাথিল্ডে সোমবার সকালে। বেলজিয়ামের রানি মাথিল্ডকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছায় বাংলাদেশে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বেলজিয়ামের রানি মাথিল্ডে দেশটির পক্ষ থেকে প্রথম রানি হিসেবে বাংলাদেশ সফরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলজিয়ামের রানী মাথিল্ডে জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে বাংলাদেশ সফর করছেন। এই সফরে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রানি মাথিল্ডে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা, স্থানীয় স্কুল এবং বন্যার সাথে সম্পর্কিত প্রকল্পগুলিও পরিদর্শন করবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বেলজিয়ামের রানী মাথিল্ডে মূলত জাতিসংঘের এসডিজি বাস্তবায়নের কাজে আসছেন। এসডিজি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং অনু‌প্রেরণা যোগা‌তে রানি ভূমিকা রাখবেন। কারণ সাধারণ মানুষ তাদের কথা শোনে।

প্রধানমন্ত্রীর কার্যালয় গত সোমবার (৩০ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেওয়া ক্ষমতাবলে, বেলজিয়ামের রানি মাথিল্ডেকে বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল।

খালেদ / পোস্টকার্ড ;