বাংলাদেশ ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে আমিরাতের প্রার্থীকে সমর্থন দেবে,প্রধানমন্ত্রীকে আমিরাতের রাজন খলিফার ফোন

বাংলাদেশ ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে আমিরাতের প্রার্থীকে সমর্থন দেবে,প্রধানমন্ত্রীকে আমিরাতের রাজন খলিফার ফোন
বাংলাদেশ ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে আমিরাতের প্রার্থীকে সমর্থন দেবে,প্রধানমন্ত্রীকে আমিরাতের রাজন খলিফার ফোন

পোস্টকার্ড ডেস্ক ।।

আইইউসিএন এর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে প্রধানমন্ত্রী এই সম্মতি প্রদান করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক আজ (রোববার) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন প্রার্থনা করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ১৩-১৪ জানুয়ারি, ২০২১ তারিখে ফ্রান্সে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এ প্রার্থীর পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন।