রাশিয়া করোনা চিকিৎসায় অনুমোদন দিল ঔষুধ ‘গেম চেঞ্জার’!

রাশিয়া করোনা চিকিৎসায় অনুমোদন দিল ঔষুধ ‘গেম চেঞ্জার’!
রাশিয়া করোনা চিকিৎসায় অনুমোদন দিল ঔষুধ ‘গেম চেঞ্জার’!

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী করোনার এই সংকটময় অবস্থার মধ্যে আশার কথা শুনাচ্ছে রাশিয়া। অব্যাহত চেষ্টার পর দেশটি করোনা চিকিৎসার জন্য একটি ওষুধের অনুমোদন দিয়েছে। যাকে বলা হচ্ছে ‘গেম চেঞ্জার’। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরুর প্রস্তুতি চলছে এটি দিয়ে। দেশটিতে আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে ।

বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরই আছে রাশিয়া। আক্রান্ত প্রায় ৪ লাখ ১৫ হাজারের মতো রাশিয়ান। দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৫ জনের। এমন সময় ‘গেম চেঞ্জার’ ওষুধ খুঁজে পাওয়া গোটা পৃথিবীর জন্যই সুসংবাদ।

ডেইলি মেইল জানাচ্ছে, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ রোগের চিকিৎসায় অ্যাভিফ্যাভির ব্যবহারের অনুমতি দিয়েছে। প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্র্যায়ালে প্রত্যাশিত ফলাফল পাওয়ার পরই এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

অ্যাভিফ্যাভির হচ্ছে ফ্যাভিপিরাভিরের পরিবর্তিত সংস্করণ। ফ্যাভিপিরাভির জাপানে ফ্লুর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আর এটিকে সংস্কারের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করে রাশিয়া। কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য যা বিশেষভাবে তৈরি।

আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ওষুধটির ক্লিনিক্যাল টেস্টে খুবই ভালো ফল পাওয়া গেছে। ওষুধটি ব্যবহারের চারদিন পর ৬৫ শতাংশ রোগীর শরীরেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

১১ জুন থেকে এ ওষুধ দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রাশিয়ার রোগীদের চিকিৎসা শুরু হবে।