বিপর্যয় একদিনে আসে না - জেরিন সোলতানা

বিপর্যয় একদিনে আসে না - জেরিন সোলতানা
জেরিন সোলতানা ।

যে বাসায় পড়াই সেই আন্টি তার ছেলের গল্পটা বলছেন এভাবে ...

৩০ তম বিসিএসে ছেলে টিকে গেছে ।
ঢাবির বিবিএ থেকে পড়াশুনা করেছে ।
এখন শুধু বাকি ভ্যারিফিকেশন । অর্থাৎ গেজেটে নাম উঠাটাই বাকি । মিনিমাম ৬/৭ মাসের ব্যাপার ।

তো এই ক্যাডার ছেলেকে বিয়ের জন্য মোটামুটি একটা সম্বন্ধ তৈরি । কোন এক কারনে গেজেটে সেই ছেলের নাম আসে নি । এরপরের ঘটনা নাটকের মতো । পাত্রী পক্ষ একরকম অভদ্রতা করেই বিয়েটা ভেঙে দিয়ে চলে গেলো ।

এই যে এতোদিন সুন্দর সুন্দর করে কথা বলতো , তিন বেলা ফোন দিয়ে খবর নিতো , জাস্ট একটা গ্যাজেটে নাম না আসার কারনে পুরো বিষয়টা দিন রাতের মতো বদলে গেলো ।

আন্টি এখনো আফসোস করে বলেন , ছেলে আমার বেসরকারী ব্যাংকে চাকুরী করে । কিন্তু ছেলের সেই কষ্টটা সেদিন দাঁড়িয়ে থেকে দেখেছিলাম । কারো সাথে কথা বলতো না । পরের বিসিএসেও আর ট্রাই করেনি । সারাক্ষন মন মরা হয়ে থাকতো ।

এখন তার ছেলে বিয়ে করেছে ।
ভালো বেতন পায় । কিন্তু আগের সেই উচ্ছলতাটা আর নেই । একটা সামান্য ঘটনা জীবনকে শেষ করে দিয়ে চলে গেলো ।

আপনার আশেপাশে যতোগুলো হাসিমুখ আছে সবগুলো একটা একটা করে হারিয়ে যাবে যদি তারা বুঝতে পারে আপনি কোন কাজের না । আপনি তাদেরকে কিছু দিতে পারবেন না ।

ALL IS ABOUT GIVE AND TAKE
মানুষের সাথে একটা কথা বলার জন্য আজকাল ভালো মানের সিভি লাগে । নতুবা সে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে । ছুয়ে দেখা তো দূরের কথা । ফিরেও দেখবে না ।

বিপর্যয় একদিনে আসে না ।