বন্ধু কবি খালেদ সরফুদ্দীন - মহীউদ্দিন মানু

বন্ধু কবি খালেদ সরফুদ্দীন -  মহীউদ্দিন মানু
বন্ধু কবি খালেদ সরফুদ্দীন - মহীউদ্দিন মানু

বন্ধু কবি খালেদ সরফুদ্দীন , ৮০ দশ‌কের একজন জনপ্রিয় ছড়াকার ,সাংবা‌দিক, কব‌ি , লেখক ,শিশুসা‌হিত‌্যিক , সম্পাদক ও সংঘঠক । বাংলা‌দেশ রাইটার্স ক্লাব , যুক্তরাষ্ট এর সদস‌্য স‌চিব ।ভা‌লো নাম শেখ মোহাম্মদ সরফুদ্দীন খা‌লেদ , ডাক নাম জ‌সিম । পিতা / মরহুম আলহাজ ডাক্তার শেখ নুরুল আ‌নোয়ার । মা / মরহুম আলহাজ স‌খিনা চৌধুরী । লেখাপড়া চট্রগ্রাম বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে বিপনন বিদ‌্যায় এম , কম ।জন্ম চট্রগ্রা‌মের সীতাকুন্ড উপ‌জেলার দক্ষ‌িন স‌লিমপুর গ্রা‌মে । বর্তমা‌নে আ‌মে‌রিকার নাগ‌রিক । আ‌মের‌িকান সরকা‌রের পোষ্টাল ডিপার্ট‌মেন্ট‌ে সিন‌িয়র ক্লার্ক হি‌সে‌বে কর্মরত । সরফুদ্দীন খা‌লেদ জ‌সিম না‌মে লিখ‌তেন স্কুল জীবন থে‌কে । প্রথম লেখা প্রকাশ স্বাধীন বাংলার প্রথম দৈ‌নিক আজাদী র আগামী‌দের আস‌র এ অক্ট‌োবর ১৯৭৯ । একজন সুস্হ‌চিন্তার মুক্তম‌নের মানুষ হি‌সে‌বে খেলাঘর , কঁচিকাঁচার মেলা , চাঁ‌দের হাট , কেন্দ্রীয় শাপলা কুঁ‌ড়ির আসর এবঙ সর্ব‌শেষ বঙবন্ধু শিশু‌কি‌শোর মেলার ‌কেন্দ্রীয় ক‌মি‌টির প্রেসি‌ডিয়াম মেম্বার ছি‌লেন ।

তিনি অভিমা‌নি ও মুক্তধারার কব‌ি প্রায় ১০ বছর লেখা‌লে‌খি থে‌কে ব‌িরত ছি‌লেন কোন এক রহস‌্যময় কার‌ণে । বর্তমা‌নে www.postcardbd.com এর প্রধান সম্পাদক ও www.usbanglanews.com এর নির্বাহী সম্পাদক । এবঙ বাংলা সা‌হিত‌্যের বিশ্বব‌্যা‌পি সেরা লিটলম‌্যাগ " প্রবিশ্ববাঙা‌লি "র সম্পাদক । এর পূর্ব‌েও অ‌নেক লিটলম‌্যাগ সম্পাদনা ক‌রে‌ছেন তার মধ‌্যে উল্ল‌েখযোগ‌্য "অব‌্যয়" "পায়রা" "গোলাপ" ও "ছড়া‌টে"। কব‌ি র বই প্রকা‌শিত হ‌য়ে‌ছে ৯ টি ।

১. আগামী ব‌ৈশা‌খে রাঙা‌বো তোমায় ( কব‌িতা র বই )২০১৩

২. তোমার মু‌খে ফুলচন্দন তু‌মি আমার আ‌মি ( কব‌িতা র বই)২০১৪

৩. বন্ধু মা‌নে কী বন্ধু জা‌নে ক‌ি ( পদ‌্যের বই ) ২০১৫

৪ . ফু‌লেল সাক্ষী ফু‌লের বাগা‌ন( কব‌িত‌া র বই )২০১৬

৫ . স্বপ্ন‌শিকা‌রি‌দের অরণ‌্যবিহার ( য‌ৌথ কব‌িতা র বই ) ২০১৭

৬ . কুটুম কুটুম ( ছড়া র বই )২০১৮

৭ . বশীকরণ তা‌বিজ ( বড়‌দের ছড়া র বই ) ২০১৯

৮ . খাসকথা ( ছড়া /কব‌িতা র বই ) ২০২০

৯ . নীলছায়া ( গল্প‌ের বই ) ২০২১

কব‌ি খা‌লেদ সরফুদ্দীন এর স্ত্রী`র নাম কো‌হিনুর আকতার , মে‌য়ে পারাপার খা‌লেদ মেধা ও ছে‌লে চিশ‌তি আ‌লি খা‌লেদ আ‌দি কে নি‌য়ে নিউইয়র্ক এর কুইন্স‌ভি‌লেজ এ বসবাস কর‌ছেন ।

আমি বন্ধু খালেদ সরফুদ্দীন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

লেখক. মহীউদ্দিন মানু , ছড়াকার , কব‌ি , লেখক ,শিশুসা‌হিত‌্যিক  ও সংঘঠক ।

খালেদ / পোস্টকার্ড ;