যুগপূর্তি উপলক্ষে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা আহ্বান

যুগপূর্তি উপলক্ষে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা আহ্বান

যুগপূর্তি উপলক্ষে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা আহ্বান জানিয়েছে স্মরণিকা কমিটি।
সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে , চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত সীতাকুণ্ড বাসীকে নিয়ে ২০০৭ খ্রিস্টাব্দে গঠিত হয় সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম। হাটি হাটি পা পা করে এই সংগঠন আগামী ১২ নভেম্বর-২০১৯ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠার এক যুগপূর্ণ করতে যাচ্ছে। এই সময়ে সমাজ সেবাসহ নানান কাজের মাধ্যমে প্রিয় এই সংগঠন সৃস্টি করেছে গৌরবময় ইতিহাস। যুগপূর্তির মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নেয়া হয়েছে বর্ণিল আয়োজন।
এ উপলক্ষে প্রকাশিত হচ্ছে সমিতির মুখপত্র ‘আলোকিত সীতাকুণ্ড’র তথ্যবহুল ও আকর্ষণীয় প্রকাশনা। এতে প্রিয় সীতাকুণ্ড নিয়ে চিন্তা-ভাবনা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে। যাতে উঠে আসবে, আমাদের প্রিয় সীতাকুণ্ডের বর্তমান সমস্যা, সম্ভাবনা এবং সমাধানের নির্দেশনা।
আগামী প্রজন্মের জন্য আমরা কেমন সীতাকুণ্ড চাই? এ নিয়ে আপনার চিন্তা-চেতনা তুলে ধরুণ লেখনিতে।

লেখার সুবিধার্থে সীতাকুণ্ডের মৌলিক কিছু সমস্যা ও সম্ভাবনা নিচে তুলে ধরা হলো। এর বাইরে অন্য কোন বিষয় আপনার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ মনে হলে তা নিয়েও লিখতে পারেন।

১) সাম্প্রতিক সীতাকুণ্ড: সমস্যা, সম্পদ ও সম্ভাবনা
২) গণপরিবহণ ব্যবস্থা ও সীতাকুণ্ডবাসীর দুর্ভোগ
৩) শিল্প ও সীতাকুণ্ড: এলাকাবাসীর চাওয়া-পাওয়া (স্থানীয়দের চাকুরীর ক্ষেত্রে)
৪) শিল্পপ্রসার এবং সীতাকুণ্ডের কৃষি ও পরিবেশে প্রভাব
৫) সীতাকুণ্ডে শিক্ষারপ্রসার: প্রতিবন্ধকতা ও সমাধান
৬) কেমন চাই আগামীর সীতাকুণ্ড?
৭) প্রাচীণ ও ঐতিহাসিক স্থাপনা ও সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনা
৮) শিপ ব্রেকিং ইয়ার্ড এবং সীতাকুণ্ড
৯) উপকূলীয় বেডিবাধ ও জলাবদ্ধতা সমস্যা
১০) সন্দ্বীপ চ্যানেল: উপকূল ও উপকূলীয় বেড়িবাধ নিয়ে ভাবনা

যথা সময়ে প্রকাশনা ও নির্ভুল মুদ্রণের স্বার্থে কম্পিউটার কম্পোজে (নভেম্বর-০৫,২০১৯ এর মধ্যে) ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে- email:

(alokitositakunda@gmail.com/sitakundsamiteectg@gmail.com) সাথে একটি পাসপোর্ট সাইজ ছবি, সংক্ষিপ্ত পরিচিতি ও যোগাযোগ নম্বর পাঠানোর অনুরোধ রইল।

নির্বাচিত লেখাই শুধুমাত্র প্রকাশিত হবে, লেখা প্রকাশে সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে মেতৃবৃন্দ।