ফৌজদারহাট - টাইগারপাস - পতেঙ্গা সমুদ্র সৈকত রোড়ে নামছে পর্যটক বাস 

ফৌজদারহাট - টাইগারপাস - পতেঙ্গা সমুদ্র সৈকত রোড়ে নামছে পর্যটক বাস 
ফৌজদারহাট - টাইগারপাস - পতেঙ্গা সমুদ্র সৈকত রোড়ে নামছে পর্যটক বাস 

পোস্টকার্ড ডেস্ক ।। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পর্যটক বাস নামছে চট্টগ্রামে। নগরীর টাইগারপাস থেকে ডিসি পার্ক (ফৌজদারহাট) এবং সেখান থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে এ বাস। আগামী ১০ জুন থেকে বিশেষ এ ট্যুরিস্ট বাস চালু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউসে ব্রিফিং করেন জেলা প্রশাসক আবুলবাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টা, বিকাল ৩টা এবং বিকাল ৪টা টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাত্রা করবে এ ট্যুরিস্ট বাস। টিকিটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৭০ টাকা। শনিবার সকাল সাড়ে ৯টা, সাড়ে ১০টা, বিকাল ৩টা এবং ৪টায় টাইগারপাস থেকে ডিসি পার্কে যাবে বাসটি। এ ট্রিপের টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০ টাকা। রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৩টা এবং ৪টায় ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতেও যাত্রা করবে এই পর্যটক বাস। এই টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা।

জেলা প্রশাসন সূত্র জানায়, একইভাবে পতেঙ্গা থেকে ডিসি পার্ক, ডিসি পার্ক থেকে টাইগারপাস এবং পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগারপাস যাত্রা করবে প্রধানমন্ত্রীর উপহারের পর্যটক বাস। জেলা প্রশাসন সূত্র জানায়, পর্যটক বাস সেবা ব্যবস্থাটির ব্যবস্থাপনায় থাকবে জেলা প্রশাসন এবং সহযোগতিায় থাকবেন বিআরটিসি বলে জানা যায়।

খালেদ / পোস্টকার্ড;