নারী ক্রিকেট দলের পাকিস্তানের মাটিতে অবিশ্বাস্য জয়

ক্রীড়া প্রতিবেদক ।।

নারী ক্রিকেট দলের পাকিস্তানের মাটিতে অবিশ্বাস্য জয়
নারী ক্রিকেট দলের পাকিস্তানের মাটিতে অবিশ্বাস্য জয়

নিজেদের মাটিতে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে শেষ হাসিটা হাসলো বাংলাদেশের নারী ক্রিকেটাররাই।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উত্তেজনাকর এক ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে শেষ ওভারে এসে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১ উইকেট আর ১ বল হাতে রেখে পাওয়া জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতাও ফিরিয়েছে মেয়েরা।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ২১০ রানেই আটকে যায় স্বাগতিকদের ইনিংস। লক্ষ্য ২১১ রানের। ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে ওপেনার মুরশিদা খাতুন (৪৪) আর চার নাম্বারে নামা ফারজানা হকের (৬৭) দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণভাবে লড়াইয়ে ফেরে সফরকারিরা।

৯ বল বাকি থাকতে ৬ রান দরকার বাংলাদেশের। হাতে উইকেট মাত্র ১টি। নাহিদা আখতার আর জাহানারা আলম সেই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচিয়েছেন দলকে জয়ের হাসি হাসাতে সক্ষম হয়েছেন।