মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক

মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক
মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক

পোস্টকার্ড ডেস্ক ।।

জিম্বাবুয়ে ক্রিকেট দল আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে । জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় দুটি প্রীতি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এজন্যই সিরিজটি এগিয়ে আনার পরিকল্পনা করছে বিসিবি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিসিবি সভাপতি জানান, মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকছেন। এবং দলের অধিনায়কত্বও করবেন তিনি। তবে একটি সিদ্ধান্ত হয়ে গেছে-অধিনায়ক মাশরাফির এটাই হবে শেষ সিরিজ।

মাশরাফির ক্যারিয়ার কি এখানেই শেষ হচ্ছে? ক্রিকেটার মাশরাফির শেষ সিরিজ কি না সেটি খোলাসা করলেন না বিসিবি সভাপতি। তার কথায় বোঝা গেল, সে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা মাশরাফির ওপরই ছেড়ে দিয়েছেন।

এ দিকে, আনুষ্ঠানিকভাবে মাশরাফির অবসর নিয়ে কিছু বলেনি বিসিবি। মাশরাফির ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মাশরাফির অবসর নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এমন সিদ্ধান্ত তার নিজেরই নেওয়া উচিত এবং আমাদের কাছ থেকে জাঁকজমকপূর্ণ বিদায় তার প্রাপ্য।

পাপন বলেন, মাশরাফি এখনও অধিনায়ক আছেন এবং থাকবেন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছে সে-ই।

ম্যাশের নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলেন টাইগাররা। এরপর জাতীয় দলের বাইরে তিনি। অবশেষে কামব্যাক করছেন নড়াইল এক্সপ্রেস।

প্রসঙ্গত, প্রায় এক মাসের সফরে ঢাকা এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সফরে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২২ তারিখ থেকে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।এই টেস্ট শেষে দুই দল চলে যাবে সিলেটে। সেখানে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই দিবারাত্রির।এরপর আবার ঢাকায় এসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুটি ম্যাচই হবে দিবারাত্রির।